মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর ঘিরে আশায় বুক বেঁধেছে টলিউড

Updated By: Aug 17, 2014, 06:32 PM IST
মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর ঘিরে আশায় বুক বেঁধেছে টলিউড

ওয়েব ডেস্ক:

বিনিয়োগের টানার লক্ষ্যে প্রথমবার বিদেশ সফরে মুখ্যমন্ত্রী। ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি জগতের একঝাঁক প্রতিনিধির পাশাপাশি সিঙ্গাপুর সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী বিনোদন জগতের ব্যক্তিত্বরাও। আশায় বুক বাঁধছে টলিউড এবং কেবল টিভি ইন্ডাস্ট্রি। ২০১১ পালাবদলের পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি বিশেষ নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

প্রাচীন টেকনিশিয়ান্স স্টুডিওর সংস্কার কিংবা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ফিল্ম স্টুডিও--গত সাড়ে তিন বছরে টলিউডের প্রাপ্তির ভাঁড়ারটা বড় কম নয়। প্রথমবার বিদেশ সফরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায়োরিটি লিস্ট থেকে বাদ যাচ্ছেনা টলিউড। তাই সিঙ্গাপুর সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে থাকছেন সাংসদ-অভিনেতা দেব ও প্রযোজক শ্রীকান্ত মোহতা। স্বাভাবিকভাবেই চড়ছে প্রত্যাশার পারদ। সিঙ্গাপুরেই রয়েছে হলিউডের ইউনিভার্সাল স্টুডিওর শাখা। প্রযোজক শ্রীকান্ত মোহতার লক্ষ্য,সেই ইউনির্ভাসালকেই এ বার কলকাতায় আনা।

সত্যজিত্, ঋত্বিকের শহর হলেও, কলকাতায় এখনও কোনও ফিল্মের থিমপার্ক বা মিউজিয়াম নেই। পরিচালক সৃজিত মুখার্জি চাইছেন সিঙ্গাপুর সফরে সেদিকে নজর দিন মুখ্যমন্ত্রী।

শুটিং করতে বহুবার সিঙ্গাপুর পাড়ি দিয়েছেন কৌশিক গাঙ্গুলি, বীরসা দাশগুপ্ত, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়রা।দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্রটির পরিকাঠামো, অত্যাধুনিক প্রযুক্তি আর পেশাদারিত্ব প্রতিবারই মুগ্ধ করেছে তাঁদের। মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফর টলিউডের জন্য ভালো কিছু আনবে বলে আশাবাদী সবাই।

টলিউডের পাশপাশি মুখ্যমন্ত্রীর সিঙ্গাপুর সফরের দিকে তাকিয়ে কেবল টিভি ইন্ডাস্ট্রিও।

 

.