অপেক্ষা আর ৪৮ঘণ্টার, উত্তুরে হাওয়াকে সঙ্গী করে রাজ্যে আসছে শীত
আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে আসছে শীত। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তুরে হাওয়ার গতিও জোরালো হতে চলেছে। আরও নামবে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা।
আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে আসছে শীত। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তুরে হাওয়ার গতিও জোরালো হতে চলেছে। আরও নামবে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা।
কিছুদিন ধরেই সকাল-সন্ধে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছিল রাজ্যজুড়ে। কিন্তু ডিসেম্বর পড়ে গেলেও এতদিন পাকাপাকিভাবে শীত আসার খবরে সিলমোহর বসায়নি আবহাওয়া দফতর। অবশেষে এল সেই সুখবর।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সব জেলায় থাবা বসাচ্ছে শীত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় উত্তুরে হাওয়ার পথে আর কোনও বাধা নেই। ফলে গতি আরও বাড়তে চলেছে উত্তুরে হাওয়ার। পাল্লা দিয়ে বাড়বে শীতের প্রকোপও।
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা কমে দাঁড়ায় ১৬।
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও এভাবেই তাপমাত্রার পারদ এবার নামতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কিছুটা হলেও বিলম্বিত লয়ে এবছর শীত রাজ্যে প্রবেশ করেছে। সেই আপসোস মিটিয়ে এবার কিন্তু লেপ-কম্বল, ফুল সোয়েটার আলমারি থেকে বেরিয়ে পড়ার সময় দোরগোড়ায়।