মাংস ছেড়ে ভেজেটেরিয়ান হওয়ার পথে 'সেপ্টোপাসরা'

সেপ্টোপাসরা কি এবার তবে নিরামিষাশী হওয়ার পথে? নাকি ভেজেটেরিয়ান হওয়ার বিশ্বজোড়া হাওয়া লেগেছে এবার সবুজ দুনিয়াতেও? নতুন এক গবেষণায় দেখা গেছে কিছু প্রজাতির মাংসাশী উদ্ভিদ আস্তে আস্তে নিরামিষাশী হয়ে যাচ্ছে।  

Updated By: Dec 21, 2014, 07:16 PM IST
 মাংস ছেড়ে ভেজেটেরিয়ান হওয়ার পথে 'সেপ্টোপাসরা'

ওয়েব ডেস্ক: সেপ্টোপাসরা কি এবার তবে নিরামিষাশী হওয়ার পথে? নাকি ভেজেটেরিয়ান হওয়ার বিশ্বজোড়া হাওয়া লেগেছে এবার সবুজ দুনিয়াতেও? নতুন এক গবেষণায় দেখা গেছে কিছু প্রজাতির মাংসাশী উদ্ভিদ আস্তে আস্তে নিরামিষাশী হয়ে যাচ্ছে।  

ব্লাডারওর্টস (ইউট্রিকুলারিয়া) আদতে এক শ্রেণীর পতঙ্গভুক উদ্ভিদ। ছোট্ট ছোট্ট পতঙ্গ, এমনকি মাঝে মাঝে ব্যাঙরাও মাঝে মধ্যে ঠাঁই পেত এদের ডায়েট লিস্টে। চোখের নিমেশে সাকশান পাম্প দিয়ে ট্র্যাপ ডোরে বসা পুঁচকে প্রাণীদের গিলতো এই উদ্ভিদ। একবার ব্লাডারওর্টসের 'পেটের' ভিতর ঢুকলে দম বন্ধ হয়ে মারা যায় তাদের শিকার। তারপর বিভিন্ন উৎসেচক তাদের শিকারকে ভেঙে দেয়, সহজে হজমযোগ্য করে তোলে।

এত দিন জানা ছিল, এরা ভীষণভাবেই আমিষাশী। সম্প্রতি দেখা গেছে, ব্যান্সান্ড নিউট্রিশনে খোঁজে এদের মেনুতে ঢুকে পড়েছে অ্যালগি, পোলেন গ্রেন।

''ব্লাডারওয়র্টস অ্যালগি আর ফুলের রেণু খাওয়া শুরু করেছে।'' জানিয়েছেন অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষক মারিয়ান কোলের।

ব্লাডারওয়র্টসরা যদি এমন জায়গায় থাকে যেখানে প্রচুর শৈবাল আর প্রাণী কম, সে সমস্ত জায়গায় দেখা গেছে ভেজিটেরিয়ান উদ্ভিদের সংখ্যা মাংসাশীদের তুলনায় অনেক বেশি।

ডায়েটে শুধু প্রাণী থাকলে ব্লাডারওর্টসদের হাইবারনেশন বাড তৈরির প্রবণতা বাড়ে। এই হাইবারনেশন বাডের আধিক্য শীতকালে ভীষণ ঠাণ্ডার মধ্যে টিকে থাকতে সমস্যাজনক।

মাংসাশী উদ্ভিদদের মধ্যে ইউট্রিকুলারিয়া অন্যতম বৃহত্তম জেনেরা। এই জেনাস-এর প্রায় ২০০ রকম স্পিসিস হয়।  

 

.