শিখে নিন কীভাবে বানাবেন ‘নারকেলের বরফি’
Updated By: Aug 15, 2017, 12:28 PM IST

ওয়েব ডেস্ক: সবেমাত্র জন্মাষ্টমী গিয়েছে। কিন্তু জন্মাষ্টমীর উত্সবের আমেজ মোটেই এখনও যায়নি। এইদিন প্রত্যেক বাড়িতেই নানারকম খাবার তৈরি হয়। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত খাবার খেতে পছন্দ করতেন, এই সময়ে প্রত্যেক বাড়িতে সেই সমস্ত খাবার তৈরি হয়। আপনার বাড়িতেও নিশ্চয়ই তেমনই কোনও না কোনও খাবার তৈরি হয়েছে? আজ সেই উত্সব উপলক্ষে শিখে নিন কীভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলবেন নারকেলের বরফি । যেমন সুস্বাদু তেমনই সহজ এর তৈরির পদ্ধতি। শিখে নিন সঞ্জীব কাপুর –এর থেকে।