দিল্লিতে Oxygen-র অভাবে ২৪ ঘণ্টায় মৃত্যু ২০ জন মুমূর্ষ রোগীর,অমৃতসরে ৫
মুমূর্ষ রোগীর সামনে অক্সিজেন ধরতে পারছে না সরকারি হাসপাতাল থেকে শুরু করে তাবড় তাবড় বেসরকারি হাসপাতাল।
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের (Maharastra) পর এবার নজরে দিল্লি (Delhi)। সেখানকার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে চলেছে। দৈনিক সর্বোচ্চ মৃত্যু সংখ্যায় আঁতকে উঠছে স্বাস্থ্যমহল। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গিয়েছেন ৩৪৮ জন। জানা গিয়েছে, মুমূর্ষ রোগীর সামনে অক্সিজেন (Oxygen) ধরতে পারছে না সরকারি হাসপাতাল থেকে শুরু করে তাবড় তাবড় বেসরকারি হাসপাতাল। বেসামাল পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে।
জয়পুর গোল্ডেন হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন অক্সিজেনের (Oxygen) অভাবে হাসপাতালে প্রায় ২০০ করোনা (Corona) আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় প্রায় ২০ জন Oxygen-র অভাবে মারা গিয়েছেন। তাঁর কথায়, ১০ টা পর্যন্ত হাসপাতালে মাত্র ৪৫ মিনিটের অক্সিজেন (Oxygen)মজুত ছিল। এখনও রোগী সংখ্যা প্রায় ২১০ জন। কী করে সামাল দেওয়া হবে জানি না।
আরও পড়ুন: আগে আমেরিকার সকল দেশবাসীকে টিকা দিয়ে তবেই ভারতে কাঁচামাল রফতানি: বাইডেন প্রশাসন
অন্যদিকে, অক্সিজেন (Oxygen) কম থাকার জন্য ভর্তি নেওয়া বন্ধ করেছে হাসপাতাল। এমনকি রোগীদের বাড়ি পাঠিয়ে দেওয়া বা স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু করেছে সারোজ নামের বেসরকারি এক হাসপাতাল।
একই ছবি দেখা গেল অমৃতসরেও। সেখানে Oxygen-র অভাবে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৫ জনের।