দিল্লিতে পৌঁছল অক্সিজেন, তবে পর্যাপ্ত নয়, একের পর এক মৃত্যু করোনা আক্রান্তের
আমাদের রোজ প্রায় ৮০০০ লিটার করে অক্সিজেনের প্রয়োজন হয়। ৩৫০ জন রোগী ভর্তি আছেন হাসপাতালে। আমরা জানি না , কী করে সামাল দেওয়া হবে?
নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে পৌঁছল অক্সিজেন ট্যাঙ্কার। খানিক স্বস্তি তো বটেই! দিল্লির বাত্রা হাসপাতালের ডাঃ এসসিএল গুপ্তা জানিয়েছেন, আমরা ৫০০ লিটার অক্সিজেন পেয়েছি। অক্সিজেন চেয়ে পাঠানোর ১২ ঘণ্টার মধ্যেই হাসপাতালে এসে গিয়েছে।
Delhi | Oxygen supply to last only half an hour now, more than 200 lives are at stake. We lost 20 people due to an oxygen shortage last night: DK Baluja, Jaipur Golden Hospital
— ANI (@ANI) April 24, 2021
Delhi | Delhi Govt has provided us with an oxygen tanker. We have another one to one and a half hours of oxygen for all our patients. There are 260 patients in the hospital Dr. Gupta, Batra Hospital
— ANI (@ANI) April 24, 2021
কিন্তু আমাদের রোজ প্রায় ৮০০০ লিটার করে অক্সিজেনের প্রয়োজন হয়। ৩৫০ জন রোগী ভর্তি আছেন হাসপাতালে। আমরা জানি না , কী করে সামাল দেওয়া হবে?
Delhi | We have received only 500-litre of oxygen after pleading for 12 hours. Our daily requirement is 8000 litres. We've 350 patients in the hospital. The treatment of choice in COVID is oxygen but when we don't get it what will happen?: Dr SCL Gupta, MD, Batra Hospital pic.twitter.com/otq15JaYbz
— ANI (@ANI) April 24, 2021
প্রসঙ্গত, জয়পুর গোল্ডেন হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন অক্সিজেনের অভাবে হাসপাতালে প্রায় ২০০ করোনা আক্রান্তের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় প্রায় ২০ জন অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন। তাঁর কথায়, ১০ টা পর্যন্ত হাসপাতালে মাত্র ৪৫ মিনিটের অক্সিজেন মজুত ছিল। এখনও রোগী সংখ্যা প্রায় ২১০ জন।
Delhi: Oxygen tanker arrives at Batra Hospital and Medical Research Centre after the hospital sent SOS call today morning pic.twitter.com/iEpbneT6xo
— ANI (@ANI) April 24, 2021
Delhi | We are closing the admissions because of an oxygen shortage. We are discharging the patients: COVID in-charge, Saroj Hospital pic.twitter.com/bXNioSfary
— ANI (@ANI) April 24, 2021
অন্যদিকে, অক্সিজেন কম থাকার জন্য ভর্তি নেওয়া বন্ধ করেছে হাসপাতাল। এমনকি রোগীদের বাড়ি পাঠিয়ে দেওয়া বা স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু করেছে সারোজ নামের বেসরকারি এক হাসপাতাল।
Amritsar | Five patients have died at the hospital. We are facing an oxygen shortage for the last 48 hours. The administration is saying that oxygen will not be given to private hospitals before government hospitals: MD, Neelkanth Hospital pic.twitter.com/c4GNeMn86m
— ANI (@ANI) April 24, 2021
একই ছবি দেখা গেল অমৃতসরেও। সেখানে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায় ৫ জনের। তারা জানিয়েছে, তাঁদের হাসপাতালে অক্সিজেন যা মজুত আছে , তাতে হয়ত আরও ৪৮ ঘণ্টা কাটানো যাবে। জানা যাচ্ছে, বেসরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে না।
Maharashtra | Oxygen Express arrives in Nashik from Visakhapatnam, Andhra Pradesh pic.twitter.com/ZdTOXOPmdj
— ANI (@ANI) April 24, 2021
অন্যদিকে, বিশাখাপত্তনম থেকে মহারাষ্ট্রের নাসিকে পৌঁছল ভারতের প্রথম অক্সিজেন এক্সপ্রেস।