৪ রাত ও ৫ দিনের প্যাকেজ ট্যুর মাত্র ৬,৪৪০ টাকায়, বিশেষ অফার রেলের
প্যাকেজে রয়েছে আরও দুটি ক্লাস। একটি স্ট্যান্ডার্ড ক্লাস ও অন্যটি কমফর্ট ক্লাস। এই দুই ক্লাসের জন্য খরচ বেশ খানিকটা বেশি
নিজস্ব প্রতিবেদন: বিশেষ প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। ‘উটি-মধুমালাই প্যাকেজ’ ট্যুরের জন্য নেওয়া হচ্ছে ৬,৪৪০ টাকা। ৪ রাত ও ৫ দিন হবে ওই ট্যুরের মেয়াদ।
আরও পড়ুন-হাইকোর্টে ৩ অস্ত্রে শাসককে ঘায়েল করার কৌশল বিজেপির
আইআরসিটিসির ওয়েবসাইট অনুযায়ী ওই ট্যুরে ঘোরানো হবে উটি ও মধুমালাই। ওই অফার চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তামিলনাড়ুর নীলগিরি জেলার উটি এমনিতেই অন্যতম একটি পর্যটক গন্তব্য। এবার সেই জায়গাটিকেই বেছে নিয়েছে রেল।
আরও পড়ুন-ভোটে বাহিনী চেয়ে ৫ রাজ্যকে চিঠি পাঠাল নবান্ন
কী রয়েছে এই প্যাকেজ ট্যুরে-
ট্রেন ছাড়বে চেন্নাই থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ৫ মিনিটে।
ঘোরানো হবে স্লিপার ও এসি ৩ টিয়ার ক্লাসে।
প্যাকেজে খাবার কোনও ব্যবস্থা নেই।
হোটেল থাকার ব্যবস্থা রয়েছে।
প্যাকেজে রয়েছে আরও দুটি ক্লাস। একটি স্ট্যান্ডার্ড ক্লাস ও অন্যটি কমফর্ট ক্লাস। এই দুই ক্লাসের জন্য খরচ বেশ খানিকটা বেশি। বিস্তারিত তথ্য মিলবে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে।