Assam: ঘুরে বেড়াচ্ছে আস্ত গোরু! শপিং মলের মেন'স সেকশনের 'ক্রেতা'কে দেখে আক্কেল গুড়ুম!

Assam: যাঁরা সেই সময়ে মলটিতে কেনাকাটায় ব্যস্ত ছিলেন, তাঁরা পরে মজা পেলেও প্রাথমিক ভাবে একটু চমকেই যান। একটু অস্বস্তিতে পড়ে যান।

Updated By: Jan 4, 2023, 08:22 PM IST
Assam: ঘুরে বেড়াচ্ছে আস্ত গোরু! শপিং মলের মেন'স সেকশনের 'ক্রেতা'কে দেখে আক্কেল গুড়ুম!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘটনাস্থল অসম। সেখানকার একটি মলে সহসাই এক গোরুর প্রবেশ। এর একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মলের মেনস সেকশনে কাপড় বিক্রির জায়গায় ঘুরে বেড়াচ্ছে গোরুটি। সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় হয়েছে ভিডিয়োটি। মলটি অসমের ধুবরিতে। 

আরও পড়ুন: Sonia Gandhi Hospitalised: আচমকাই শ্বাসযন্ত্রে সমস্যা, হাসপাতালে ভর্তি সোনিয়া

অনেকেই ভিডিয়োটি দেখে অমল মজা পেয়েছেন, হাসিতে ফেটে পড়েছেন। রাস্তায় চরতে চরতে কোনওভাবে গোরুটি ঢুকে পড়ে ওই মলটিতে। সেখানে পুরুষদের বিভাগে সেঁধিয়ে যায় সেটি। 

আরও পড়ুন: Madhya Pradesh: জেলে থাকায় সেক্স থেকে বঞ্চিত; মুক্তি পেয়ে ১০ হাজার কোটির ক্ষতিপূরণ মামলা যুবকের

যাঁরা সেই সময়ে মলটিতে কেনাকাটায় ব্যস্ত ছিলেন, তাঁরা পরে মজা পেলেও প্রাথমিক ভাবে একটু চমকেই যান। একটু অস্বস্তিতে পড়ে যান। তাঁরা নিরাপদে সরে দাঁড়ান। 

তবে ঘটনাটা কয়েক মুহূর্তেরই। তার পরেই গরুটি এগজিট গেট দিয়ে বেরিয়ে যায়।    

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.