মোদী অস্বস্তি ঢেকে মোদীকে জয় উপহার বসুন্ধরার, কংগ্রেসের সঙ্গে বিজেপির ফারাক ১ শতাংশ
মধ্যপ্রদেশের পর এবার রাজস্থান। সংসদে কোণঠাসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বস্তি দিল আর রাজ্যের পুরভোটের ফল। যদিও বিজয় উত্সবে চোনা ফেলে দিল খোদ মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের গড়ে বিজেপির হার। মোট ১২৯টি পুরসভা ও পুরনিগমের ভোট হয়েছিল ১৭ই অগাস্ট। আজ ফল বের হয়। ১২৯টি পুরসভার মধ্যে ৬৭-টিতেই জিতেছে বিজেপি। কংগ্রেস জিতেছে ৩৩টি পুরসভায়।
ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের পর এবার রাজস্থান। সংসদে কোণঠাসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বস্তি দিল আর রাজ্যের পুরভোটের ফল। যদিও বিজয় উত্সবে চোনা ফেলে দিল খোদ মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের গড়ে বিজেপির হার। মোট ১২৯টি পুরসভা ও পুরনিগমের ভোট হয়েছিল ১৭ই অগাস্ট। আজ ফল বের হয়। ১২৯টি পুরসভার মধ্যে ৬৭-টিতেই জিতেছে বিজেপি। কংগ্রেস জিতেছে ৩৩টি পুরসভায়।
মোট ১৮টি পুরসভা গিয়েছে অন্যান্যদের দখলে। ১১টির ফল ত্রিশঙ্কু। বসুন্ধরা রাজের গড় ঝালাওয়াড়ের দুটি পুরসভাতেই হেরেছে বিজেপি। ওই দুই পুরসভার দায়িত্বে ছিলেন বসুন্ধরার ছেলে দুষ্মন্ত।
মোট প্রাপ্ত ভোটের শতাংশের বিচারে বিজেপি-র চেয়ে এক শতাংশ কম ভোট পেয়েছে কংগ্রেস। ফলাফলে হতাশ হতে নারাজ কংগ্রেস।