বাংলার 'জল ধরো জল ভরো'-র পথেই 'Catch the Rain'-এর পক্ষে সওয়াল Modi-র

প্রধানমন্ত্রী(Narendra Modi) বলেন, 'সামনেই গ্রীষ্ম। এটাই জল সংরক্ষণের সবচেয়ে ভালো সময়

Updated By: Feb 28, 2021, 03:53 PM IST
বাংলার 'জল ধরো জল ভরো'-র পথেই 'Catch the Rain'-এর পক্ষে সওয়াল Modi-র

নিজস্ব প্রতিবেদন: বছরের দ্বিতীয় 'মন কী বাত' অনুষ্ঠানে জল সংরক্ষণের পক্ষে জোরাল সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার প্রধানমন্ত্রী বলেন, 'দেশজুড়ে ১০০ দিন 'Catch the Rain'ক্যাম্পেন চালাবে দেশের জল শক্তি মন্ত্রক। কারণ জল হল, প্রকৃতিক অত্যন্ত দামী এক উপহার। তাই এই সম্পদকে বাঁচাতে হবে। এই দায়িত্ব সবার।'

উল্লেখ্য, কয়েক বছর আগেই পশ্চিমবঙ্গে 'জল ধরো জল ভরো' প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার সেই পথেই হাঁটতে চলেছে কেন্দ্র।

আরও পড়ুন-মহাকাশে প্রধানমন্ত্রীর ছবি, গীতা ও ১৯টি উপগ্রহ পাঠাল ISRO

Mann Ki Baat অনুষ্ঠানে প্রধানমন্ত্রী(Narendra Modi) বলেন, 'সামনেই গ্রীষ্ম। এটাই জল সংরক্ষণের সবচেয়ে ভালো সময়। গতকাল মাঘী পূর্ণিমা ছিল। এই উত্সবের সঙ্গে জড়িয়ে রয়েছে নদী, হ্রদ সহ অন্যান্য জলের উত্স। জল আমাদের জীবন। এই সম্পদকে বাঁচাতে হবে।'

আরও পড়ুন-রাজ্যে ক্ষমতায় আসলে কী পরিকল্পনা? ব্রিগেডে বিকল্প তুলে ধরলেন Surjya Kanta 

সন্ত রবিদাসের কথাও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। গতকাল মাঘী পূর্ণিমার দিন ছিল সন্ত রবিবাসের জন্মজয়ন্তী। প্রধানমন্ত্রী বলেন, সন্ত রবিদাস আমাদের শিক্ষা দিয়েছিলেন কর্ম করে যাও, ফলের আশা করো না। তাহলেই শান্তি পাবে। প্রধাগত শিক্ষা থেকে বেরিয়ে এসে কাজ করতে হবে। 

.