ভারতীয় ‌যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার চিনা বিমান কর্মীদের, ব্যবস্থা নিলেন সুষমা

Updated By: Aug 13, 2017, 07:49 PM IST
ভারতীয় ‌যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার চিনা বিমান কর্মীদের, ব্যবস্থা নিলেন সুষমা

ওয়েব ডেস্ক: ভারতীয় ‌যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভি‌যোগ উঠল চিনা এয়ারলাইন্সের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাংহাই পুডোং আন্তর্জাতিক বিমাবন্দরে। এব্যাপারে চিনের সংশ্লিষ্ট কর্ত‌ৃপক্ষের সঙ্গে ‌যোগা‌যোগ করেছে কেন্দ্র।

ভারতীয় ‌যাত্রীর অভি‌যোগ পেয়ে বিষয়টি চিনা বিদেশমন্ত্রকের নজরে এনেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তবে ইস্টার্ন চায়না এয়ারলাইন্স এই অভি‌যোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর এমন কোনও তথ্য মেলেনি। বরং আন্তরিক ব্যবহারই করেছিলেন কর্মীরা।

দক্ষিণ আমেরিকার পঞ্জাবি অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ ডিরেকটর সতনাম সিং চহল চিঠি লেখেন সুষমা স্বরাজ। তিনি চিঠিতে অভি‌যোগ করেছেন, হুইলচেয়ারে বেরানোর পথে বিমানের কর্মীরা ভারতীয় ‌যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করছিলেন। গত ৬ অগাস্ট ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানে নয়াদিল্লি থেকে সান ফ্রান্সিসকোয় ‌যাচ্ছিলেন তিনি। ‌যাত্রাপথে সাংহাইয়ের বন্দরে নামেন তিনি। ওই এয়ারলাইন্সের বিমানে তিনি সান ফ্রান্সিসকোয় গিয়েছিলেন। 

আরও পড়ুন,'ডোক লায় ভারত প্রাপ্তবয়স্ক, চিন কিশোর,' মত মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞের

 

.