বেসরকারি হাসপাতালেও ফ্রি-তে Covid টিকা পাবেন রাজ্যের মানুষ, ঘোষণা Nitish-এর

 গত বছর বিহার বিধানসভা নির্বাচনের প্রচারেই বিজেপি ঘোষণা করেছিল, রাজ্যে ক্ষমতায় এসে বিহারের মানুষদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন(Covid vaccine) দেওয়া হবে

Updated By: Mar 1, 2021, 04:25 PM IST
বেসরকারি হাসপাতালেও ফ্রি-তে Covid টিকা পাবেন রাজ্যের মানুষ, ঘোষণা Nitish-এর

নিজস্ব প্রতিবেদন: করোনা টিকা নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি ঘোষণাও করে দিলেন, বিহারের মানুষ এই টিকা পাবেন একেবারে বিনামূল্য। এমনকি বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে করোনা টিকার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

আরও পড়ুন-'হয়ে গেল, বুঝতেও পারলাম না,' নার্সের দক্ষতায় প্রশংসা নরেন্দ্র মোদীর

সোমবার থেকেই দেশে ৬০ বছরের বেশি বয়সের মানুষদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছ। টিকা পাচ্ছেন ৪৫ বছরের বেশি বয়সের এমন সহ মানুষজন যাদের কোমরবিডিটি রয়েছে। আজ দিল্লির এইমস হাসপাতালে গিয়ে করোনা টিক নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)।

আরও পড়ুন-৭৭-এ পা, আজও বাম-রাজনীতির লাল-পলাশ বুদ্ধদেবই

উল্লেখ্য, গত বছর বিহার বিধানসভা নির্বাচনের প্রচারেই বিজেপি ঘোষণা করেছিল, রাজ্যে ক্ষমতায় এসে বিহারের মানুষদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন(Covid vaccine) দেওয়া হবে। এনিয়ে কম রাজনৈতিক তরজা হয়নি। দেশে ভ্যাকসিন এসে যাওয়ার পর বেসরকারি প্রতিষ্ঠানে করোনা ভ্য়াকসিনের দাম ২৫০ টাকা ধার্য করেছে কেন্দ্র। তার পরেই ওই ভ্যাকসিনের খরচ বহন করার সিদ্ধান্ত নিয়েছে নীতীশ কুমার(Nitish Kumar) সরকার। রবিবার এনিয়ে সিদ্ধান্ত হয়েছে বিহার মন্ত্রিসভায়।

.