আমফানের আতঙ্কে প্রহর গুনছে ওড়িশা, ভদ্রকে জারি রেড অ্যালার্ট, মুখ্যমন্ত্রীকে ফোন শাহর

আমফানের প্রভাব রাজ্যের ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগত্সিংপুর জেলা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামিকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত

Updated By: May 19, 2020, 01:11 PM IST
আমফানের আতঙ্কে প্রহর গুনছে ওড়িশা, ভদ্রকে জারি রেড অ্যালার্ট, মুখ্যমন্ত্রীকে ফোন শাহর

নিজস্ব প্রতিবেদন: ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে ওড়িশা, বাংলা ও বাংলাদেশের দিকে ধয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। পরিস্থিতির কথা মাথায় রেখে ওড়িশা উপকূলের বহু জায়গা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। উপকূলবর্তি ভদ্রক জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন।

আরও পড়ুন-এক মাসের মধ্যে কিছু না করলে চিরদিনের মতো অনুদান দেওয়া বন্ধ করে দেব,” WHO-কে হুমকি ট্রাম্পের

মঙ্গলবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ঝড় মোকাবিলায় পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি কেন্দ্রের তরফে সব সাহায্যের আশ্বাস দেন শাহ। ইতিমধ্যেই সেখানে কাজে নেমে পড়েছে এনডিআরএফ এর কয়েকটি টিম।

দিল্লির মৌসম ভবনের তথ্য অনুয়ায়ী আমফান বর্তমানে রয়েছে পারাদ্বীপ থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে। ফলে আতঙ্ক বাড়ছে দুই রাজ্যেই।

ঝড়ের গতি ১৯৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন-লকডাউন লঘুর তোড়জোড়ের মাঝেই ১ লক্ষ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

ওড়িশার আঞ্চলিক আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, আমফানের প্রভাব রাজ্যের ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, কেন্দ্রপাড়া, জগত্সিংপুর জেলা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামিকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত।

আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে সমুদ্র ঢেউয়ের উচ্চতা ৪ মিটার পর্যন্ত উঁচু হতে পারে।

.