ফের জঙ্গি সন্ত্রাস কাশ্মীরে, বান্দিপোরায় চলছে গুলির লড়াই
জঙ্গি সন্ত্রাসের বিরাম নেই কাশ্মীরে। রাষ্ট্রসংঘে নওয়াজ শরিফের উস্কানিমূলক ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই উপত্যকায় ফের জঙ্গি সন্ত্রাস। এবার বান্দিপোরা।
ওয়েব ডেস্ক : জঙ্গি সন্ত্রাসের বিরাম নেই কাশ্মীরে। রাষ্ট্রসংঘে নওয়াজ শরিফের উস্কানিমূলক ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই উপত্যকায় ফের জঙ্গি সন্ত্রাস। এবার বান্দিপোরা।
ইতিমধ্যেই সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ হয়েছে এক জঙ্গি। আরও তিন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে খবর। তাদের সন্ধানে চলছে তল্লাশি। গোটা এলাকা ঘিরে রয়েছে নিরাপত্তাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে গুলির লড়াই।
উরি হামলার পর থেকেই সন্ত্রাসবাদ ইস্যুতে আন্তর্জাতিক মহলে কোণঠাসা পাকিস্তান। সেদিক থেকে নজর ঘোরাতে গতকাল রাতে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির নাম টেনে ভারতকে আক্রমণ করেন পাক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ। বুরহান কাশ্মীরের গণ আন্দোলনের প্রতীক। কাশ্মীরের যুব সমাজ স্বাধীনতা চায়। এমনটাই দাবি করেন শরিফ।