সেতু ভাঙা, জীবন বাজি রেখে পারাপার! দেখুন ভিডিও

গ্রামবাসীরা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ওই সেতুটি দিতে পারাপার না করলে আমাদের ১০ কিলোমিটার ঘুরে ‌যেতে হবে।’

Updated By: Jul 11, 2018, 10:23 AM IST
সেতু ভাঙা, জীবন বাজি রেখে পারাপার! দেখুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন: সেতু ভেঙেছে ২ মাস আগে। প্রশাসনের নজরে থাকলেও কোনও ব্যবস্থা হয়নি। সেই ভাঙা সেতু পার করতে জীবন বাজি রাখতে হচ্ছে স্কুল পড়ুয়া-সহ এলাকার মানুষজনদের। গুজরাটের খেড়ার এই দৃশ্য এখন 'স্বাভাবিক'।

আরও পড়ুন-প্ল্যান বাংলা! 'ঐতিহাসিক' সিদ্ধান্ত মোদী-শাহ’র

সেতু ভাঙার পর এলাকার মানুষ প্রশাসনের কাছে দীর্ঘদিন আবেদনের করে চলেছেন যাতে সেতুটি দ্রুত তৈরি করা হয়। কিন্তু নাইকা ও বেরাই গ্রামের সংযোগকারী সেতুটি সেই আগের অবস্থাতেই রয়ে গিয়েছে। এ বিষয়ে কারও কোনও হেলদোল নেই।

#WATCH: School children crossing a bridge between Naika & Bherai village of Kheda district. The bridge broke down 2 months ago. #Gujarat pic.twitter.com/7ToM5W783I

আরও পড়ুন-আগামী তিন মাসের জন্য রুট বদল বেশ কিছু বাস-মিনিবাসের!

গ্রামবাসীরা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ওই সেতুটি দিয়ে পারাপার না করলে আমাদের ১০ কিলোমিটার ঘুরে যেতে হবে। সেতুটি যখন ছিল তখন মাত্র ১ কিলোমিটার রাস্তা ‌যেতে হতো।’ এদিকে খেড়ার জেলাশাসক আই কে প্যটেল সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘সেতুটি তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে। বৃষ্টি জন্য কাজ শুরু করা যায়নি।

 

.