Amit Shah Attacks TMC: 'ভোটে লড়ে ক্ষমতা চাই, বিরোধীদের খুন, মা-বোনদের ধর্ষণ করে নয়', TMC-কে বেনজির আক্রমণ শাহ'র
"যাঁরা দলের মধ্যেই নির্বাচন করাতে পারে না, তাঁরা দেশে কী করবে?", কংগ্রেসকে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন: 'আমরা চাই সব রাজ্যে ক্ষমতায় আসতে। কিন্তু রাজনৈতিক ভাবে ক্ষমতায় আসতে চাই। বিরোধীদের খুন করে, তাঁদের মা-বোনদের ধর্ষণ করে ক্ষমতায় আসতে চাই না।' লোকসভায় তৃণমূল কংগ্রেসকে (TMC) নজিরবিহীন আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah, Home Minister Of India)।
The Delhi Municipal Corporation (Amendment) Bill, 2022 নিয়ে বুধবার লোকসভায় আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তখনই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানান অমিত শাহ (Amit Shah, Home Minister Of India)। তিনি বলেন, "হ্যাঁ আমি চাই সব জায়গায় আমাদের সরকার হোক। সেই জন্যই তো নির্বাচনে লড়াই করি। কে চায় না সব জায়গায় নিজেদের সরকার গড়তে? আপনারাও তো গোয়া, ত্রিপুরায় গিয়েছেন। আপনারা যান, এতে আপত্তির কী রয়েছে? আপত্তি তাঁদের হতে পারে, যাঁদের মনে ক্ষমতা হারানোর ভয় রয়েছে। আমরা নির্বাচন, মতাদর্শে মাধ্যমে ক্ষমতা দখল করতে চাই। কিন্তু বিরোধীদের কর্মীদের খুন করে, মা-বোনদের ধর্ষণ করে ক্ষমতায় আসতে চাই না।"
Only those who fear the loss of power can be objecting to this. Advocates of democracy can never object to it. We want to contest and win elections on the basus of our program, ideology, popularity of our leaders & our performance: Union Home Minister Amit Shah in Lok Sabha pic.twitter.com/8n2qehjyms
— ANI (@ANI) March 30, 2022
প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই 'ভোট পরবর্তী হিংসা'র অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি (BJP)। তাঁদের কর্মীদের খুনের অভিযোগ করেছে গেরুয়া শিবির। সম্প্রতি রাজ্যে রাজপুরহাট কাণ্ডের (Rampurhat Arson) মতো ঘটনা ঘটেছে। ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বুধবারের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
But we don't want to come to power by killing the workers of Opposition. We don't want this through a series of murders. We don't want this by raping the wives and sisters of workers. This is not our culture: Union Home Minister Amit Shah in Lok Sabha pic.twitter.com/oVpcxkkrrj
— ANI (@ANI) March 30, 2022
এখানেই নয়, পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে নিশানা করেন অমিত শাহ (Amit Shah, Home Minister Of India)। কটাক্ষের সুরে তিনি বলেন, "যাঁরা দলের মধ্যেই নির্বাচন করাতে পারে না, তাঁরা দেশে কী করবে? আগে দলের ভেতরে নির্বাচন করান"
আরও পড়ুন: Kanpur Lovers Burnt: গায়ে আগুন লাগিয়ে প্রেমিকাকে জড়িয়ে ধরল প্রেমিক, এ কেমন ভালবাসা!
আরও পড়ুন: Kejriwal: কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা হয়নি, কেজরির মন্তব্যের প্রতিবাদে তাঁর বাড়িতে বিক্ষোভ বিজেপির