ভারতে হতে চলেছে বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র

২৫ হাজার স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে ।

Updated By: Apr 24, 2021, 12:21 PM IST
ভারতে হতে চলেছে বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: করোনার মধ্যেই অন্য সংবাদ। ভারত পেতে চলেছে বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্র । এমনই দাবি নির্মাতা সংশ্লিষ্ট সংস্থার।

জানা গিয়েছে, নির্মাণের কাজ শেষ হলে মহারাষ্ট্রের (Maharashtra) এই Jaitapur nuclear power plant বিশ্বের বৃহত্তম তকমা পাবে।  প্রকল্পে সহায়তা করছে ফ্রান্সের পরমাণু চুল্লি নির্মাতা সংস্থা ইডিএফ (EDF)। তাদের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আশা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হবে।

আরও পড়ুন: দিল্লিতে পৌঁছল অক্সিজেন, তবে পর্যাপ্ত নয়, একের পর এক মৃত্যু করোনা আক্রান্তের

আমেরিকার সংস্থা জিই স্টিম পাওয়ার-এর সঙ্গে যৌথ ভাবে (US partner GE Steam Power) জৈতাপুরে ৬টি ইপিআর পরমাণু চুল্লি নির্মাণ করবে ইডিএফ। নির্মাণের কাজ শেষ হলে ১০ gigawatts (১০ হাজার মেগাওয়াট) electricity উৎপাদনে সক্ষম হবে জৈতাপুর। যা দিয়ে ৭ কোটি পরিবারের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব হবে।

ইডিএফ-এর পরমাণু বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক Xavier Ursat জানিয়েছেন, প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হতে ১৫ বছর লাগবে। যদিও তার অনেক আগেই বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে। এই পরমাণু বিদ্যুৎপ্রকল্পের মাধ্যমে অন্তত ২৫ হাজার স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে । পাশাপাশি, 2,700 permanent job হবে বলেও দাবি ফরাসি সংস্থাটির।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভারত-চিন সীমান্তে ফাটল হিমবাহ, চামোলিতে জারি হাই অ্যালার্ট

.