হিন্দুদের সহিষ্ণুতার সুযোগে অপশব্দ বেড়েই চলেছে, সুরলীনের নামে অভিযোগ ISKCON-র

ভিডিয়োটি ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Updated By: May 30, 2020, 07:32 PM IST
হিন্দুদের সহিষ্ণুতার সুযোগে অপশব্দ বেড়েই চলেছে, সুরলীনের নামে অভিযোগ ISKCON-র

নিজস্ব প্রতিবেদন: ইসকন ও সনাতন ধর্মকে নিয়ে অপমানজনক মন্তব্যের অভিযোগে  কৌতূকশিল্পী সুরলীন কৌর ও  শেমারু এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করল ইসকন (International Society for Krishna Consciousness)। ওই বিতর্কিত শোয়ের ভিডিয়ো মুছে ইসকন সম্প্রদায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে শেমারু (Shemaroo)। 

স্ট্যান্ডআপ কমেডি শোয়ে কৌতূকশিল্পী সুরলীন কৌর মন্তব্য করেছিলেন, ধন্য আমাদের ঋষি, মুনিদের, অল্পবিস্তর সংস্কৃত ব্যবহার করে বড় বড় কাণ্ড ঘটিয়েছিলেন। ইসকনকে নিয়ে সুরলীন বলেছেন,''নিশ্চিতভাবে আমরা ইসকনওয়ালে, কিন্তু ভিতরে ভিতরে হা** পর্নওয়ালে।'' ভিডিয়োটি ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই ইসকনের মুখপাত্র তথা সহ-সভাপতি রাধারমন দাস মুম্বই পুলিস কমিশনারকে চিঠি পাঠান। কমেডিয়ান সুরলীন কৌর ও শেমারুর বিরুদ্ধে এফআইআর গ্রহণের অনুরোধ করা হয় ওই চিঠিতে।

চিঠিতে লেখা হয়েছে,''হিন্দু/সনাতন ধর্ম এবং ঋষি-মুনিদের বিরুদ্ধে অপশব্দ প্রয়োগের একটা চল শুরু হয়েছে। ধারাবাহিকভাবে এটা করে চলেছে কয়েকটা সংগঠন ও ব্যক্তিরা। সনাতন ধর্মের সহিষ্ণুতার সুযোগ তুলছে তারা। দিনের পর দিন তাঁদের অপশব্দ ও অশ্লীল কথাবার্তার বেড়ে চলেছে। এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। সনাতন ধর্ম ও ঋষি-মুনিদের বদনাম করে যুব সমাজে প্রভাব ফেলতে চাইছে। টিকটকের মতো অ্যাপের মাধ্যমে দেশের মানুষের চরিত্র ধ্বংস করাই লক্ষ্য। এতে অতিসহজেই দেশকে নিয়ন্ত্রণ ও ধ্বংস করা সম্ভব হবে।''

ইসকনের চিঠির পরই নিঃশর্ত ক্ষমা চেয়েছে শেমারু। তাদের ওয়েব প্ল্যাটফর্মে ভিডিয়োটি দেখানো হয়েছিল।  তারা টুইট করেছে,''ইসকন সম্প্রদায়ের ভাই-বোনেদের ভাবাবেগে আঘাত করার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই ধরনের বিষয় অত্যন্ত কঠোরভাবে দেখা হবে বলে আশ্বাস দিচ্ছি। ওই ভিডিয়োটি ডিলিট করে দেওয়া হয়েছে।''             

ক্ষমাপ্রার্থনায় চিড়ে ভিজবে না বলে ইঙ্গিত দিয়েছে ইসকন। 

আরও পড়ুন- চিনকে বুলেটে জবাব দিচ্ছে সেনা, ভাতে মারতে হবে আমাদের, বার্তা ওয়াংচুকের

.