স্ত্রীর মন্দির বানিয়ে ১২ বছর ধরে পুজো করছেন স্বামী

স্ত্রীর বিগ্রহ তৈরি করে পুজো করছেন কর্ণাটকের ইয়েলানদুর জেলার কৃষক। 

Updated By: Feb 23, 2018, 05:42 PM IST
স্ত্রীর মন্দির বানিয়ে ১২ বছর ধরে পুজো করছেন স্বামী

নিজস্ব প্রতিবেদন: স্ত্রী গত হয়েছেন। তবে মন্দির বানিয়ে ১২ বছর ধরে তাঁর বিগ্রহ পুজো করেন স্বামী। 'ভালবাসা'র এই মন্দির রয়েছে কর্ণাটকের ইয়েলানদুর জেলায় কৃষ্ণপুরায় রাজাম্মা মন্দির নির্মাণ করেছেন রাজুস্বামী ওরফে রাজু। তাঁর কথায়, ''আমাদের প্রেম পারমার্থিক।''

রাজাম্মা মন্দির দেখতে আসেন আশপাশের গ্রামের মানুষরা। ২০০৬ সালে মন্দিরটি তৈরি করেন রাজুস্বামী। নিজের স্ত্রী রাজাম্মার মূর্তিটি তৈরি করেছেন রাজুই। মন্দিরে শনিশ্বরা, সিদ্দাপাজি, নবগ্রহ, শিবের পাশেই জায়গা করে নিয়েছে রাজুর স্ত্রীর মূর্তি। 

৩ একর জমি রয়েছে রাজুর। চাষাবাদ করেন তিনি। কেন স্ত্রীর মন্দির নামে তৈরি করলেন? রাজু জানান, নিজের বোনের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। বিয়েতে আপত্তি ছিল তাঁর বাবা-মার। তবে বোন ও তাঁর স্বামী সম্মত ছিলেন। দুজনে বিয়েও করেন। রাজুর কথায়,''গ্রামে একটা মন্দির চাইছিলেন আমার স্ত্রী। তবে মন্দির নির্মাণ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই গত হন তিনি। তাই আমি ওঁর মূর্তি বসানোর সিদ্ধান্ত নিই।''    

গ্রামের অনেকেই রাজুর এহেন সিদ্ধান্তে আপত্তি করেছিলেন। তবে সে সব কথায় কান দেননি তিনি। বরং প্রেমের নতুন দৃষ্টান্ত স্থাপন করে ফেলেছেন কর্ণাটকের রাজুস্বামী।  

আরও পড়ুন- জাস্টিন ট্রুডোকে 'সমঝে' দিতে হুঙ্কার মোদীর

.