বিকাশ-দেশের নিরাপত্তায় জোর, আজ নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির

বিজেপির ইস্তেহারে দেশের কৃষক, যুবা ও মহিলাদের জন্য বড় কোনও ঘোষণা করা হতে পারে

Updated By: Apr 8, 2019, 06:54 AM IST
বিকাশ-দেশের নিরাপত্তায় জোর, আজ নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু হচ্ছে বৃহস্পতিবার। আর একেবারে শেষ মুহূর্তে আজ সোমবার তাদের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহ।

আরও পড়ুন-বিজেপির নাগরিকপঞ্জির আশ্বাসে ফের 'দেশবিহীন' হওয়ার আশঙ্কা ছিটমহলে    

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এই ইস্তেহারকে ‘সংকল্প পত্র’ বলা হচ্ছে দলের তরফে। কী থাকবে সেই সংকল্প পত্রে তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে উন্নয়ণ ও দেশের নিরাপত্তার ওপরেই বেশি জোর দেবে গেরুয়া শিবির।

এবার কংগ্রেস তার ইস্তেহারে তাদের ‘ন্যায়’ প্রকল্পের কথা জোর দিয়ে প্রকাশ করেছে। এতে কিছুটা হলেও চাপে বিজেপি। বিশেষজ্ঞদের ধারনা রাহুল গান্ধীর পরিকল্পনা মতো দেশের ২০ শতাংশ গরিব মানুষকে বছরে ৭২,০০০ টাকা দিতে হলে তাতে চলে যাবে বাজেটের ১৩ শতাংশ। তাই এর পাল্টা বিজেপি কী বলে সেটাই দেখার।

আরও পড়ুন-উপমহাদেশে যুদ্ধের আতঙ্ক তৈরি করছে পাকিস্তান, কড়া প্রতিক্রয়া ভারতের

রাজনৈতিক মহলের ধারনা কংগ্রেস যেমন দেশের অত্যন্ত গরিব একটি শ্রেণিকে টার্গেট করেছে তেমনি বিজেপিও চাইবে মধ্যবিত্তদের ভোট পেতে। ফলে আজ বিজেপির ইস্তেহারে দেশের কৃষক, যুবা ও মহিলাদের জন্য বড় কোনও ঘোষণা করা হতে পারে।

.