‘চৌকিদার চোর’ মন্তব্যের জন্য অনুতপ্ত, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালেন রাহুল
রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি
নিজস্ব প্রতিবেদন: চাপে পড়ে ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন রাহুল গান্ধী।
কংগ্রেস সভাপতি তাঁর জবাবে জানিয়েছেন, নির্বাচনী সভা করার সময়ে উত্তেজনার বশে ওই মন্তব্য করেছিলাম। বিরোধীরা আমার ওই মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। কখনওই একথা বলতে চাইনি যে সুপ্রিম কোর্টে বলেছে চৌকিদার চোর। গোটা বিষয়টির জন্য আমি দুঃখিত।
আরও পড়ুন-হিংসা ও দুর্নীতির রাজনীতি ছুঁড়ে ফেলুন, বাংলার জন্য বার্তা যোগীর
উল্লেখ্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। তিনি হাতিয়ার করেন রাহুলের একটি মন্তব্যেকে। লেখি দাবি করেন, রাহুল বলেছেন সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে চৌকিদার চোর হ্যায়। ওই মামলার পরিপ্রক্ষিতে রাহুল গান্ধীকে বিষয়টি নিয়ে জবাব দিয়ে বলে সুপ্রিম কোর্ট।
Congress President Rahul Gandhi says "he regretted that he gave the statement" (on Rafale verdict), in his reply to the Supreme Court on contempt petition filed by Meenakshi Lekhi https://t.co/Hpjovr3srV
— ANI (@ANI) April 22, 2019
আরও পড়ুন-ভোটের আগের দিন ৩থানার IC বদল কমিশনের
প্রসঙ্গত, রাফাল চুক্তি নিয়ে বরাবরই প্রধানমন্ত্রী মোদীকে বিঁধে আসছেন রাহুল। রাফাল নথি প্রকাশ্যে আসার পর পর মামলা হয় সুপ্রিম কোর্ট। এনিয়ে রাহুল মন্তব্য করেন, ‘এতদিনে সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে চৌকিদার চোর হ্যায়। বহুদিন ধরে একথা আমি বলে আসছিলাম।’ রাহুলের ওই মন্তব্যের পরই আদালত অবমানার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। এনিয়ে রাহুলের কাছ থেকে লিখিত জবাব তলব করে শীর্ষ আদালত। সোমবার তারই জবাব দিলেন রাহুল।