হলুদ গোলাপে বন্ধুত্বের বার্তার সঙ্গেই মোদীকে আরও ২টি জিনিস উপহার দিলেন মমতা, কী কী?

শুধু হলুদ গোলাপে 'বন্ধুত্বের বার্তা' নয়, মোদীকে 'মিষ্টিমুখ' করানোর আয়োজনেও ত্রুটি রাখেননি মুখ্যমন্ত্রী।

Updated By: Sep 18, 2019, 07:58 PM IST
হলুদ গোলাপে বন্ধুত্বের বার্তার সঙ্গেই মোদীকে আরও ২টি জিনিস উপহার দিলেন মমতা, কী কী?

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী পদে মোদীর দ্বিতীয়বার শপথগ্রহণের দিন আসেননি। মোদী দ্বিতীয় ইনিংসের দায়িত্ব নেওয়ার পর, প্রায় ৪ মাস বাদে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকালে ৭ লোককল্যাণ মার্গের প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয় দুজনের মধ্যে।

এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ ৭ লোকক্যাণ মার্গের প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হতেই তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান তিনি। মোদীর হাতে একথোকা হলুদ গোলাপ তুলে দেন তিনি। হাসিমুখে মমতাকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদীও। তবে শুধু হলুদ গোলাপে 'বন্ধুত্বের বার্তা' নয়, মোদীকে 'মিষ্টিমুখ' করানোর আয়োজনেও ত্রুটি রাখেননি মুখ্যমন্ত্রী।

চন্দননগরের বিখ্যাত মিষ্টির দোকান সূর্য মোদক। সেই সূর্য মোদকের জলভরা সন্দেশের সুখ্যাতি রয়েছে মিষ্টিপ্রেমী মানুষদের কাছে। মোদীর জন্য সেই সূর্য মোদকের জলভরা সন্দেশ আজ উপহার হিসেবে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরসঙ্গে ছিল পাঞ্জাবিও। ফুল, মিষ্টির সঙ্গে বিশ্ববাংলার তাঁতশিল্পীদের তৈরি পাঞ্জাবির সেটও প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, দেওচা-পাঁচমির কয়লাখনি উদ্বোধনে মোদীকে আমন্ত্রণ মমতার, অমিত'ভাই'-এর সঙ্গেও সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ

এদিন বেশ দীর্ঘক্ষণ কথা হয় দুই নেতৃত্বের। বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। পুজোর পরই বীরভূমের দেওচা-পাঁচমি কয়লাখনির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। সেই উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন তিনি। সময় হলে আগামিকাল অমিত'ভাই'-এর সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

.