কাশ্মীরে ভেঙে পড়ল বায়ু সেনার একটি মিগ-২১ যুদ্ধ বিমান

জম্মু-কাশ্মীরের বাগদাম জেলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার একটি মিগ-২১ যুদ্ধ বিমান। কোনওরকমে রক্ষা পেয়েছেন বিমানটির চালক।

Updated By: Aug 24, 2015, 03:04 PM IST
কাশ্মীরে ভেঙে পড়ল বায়ু সেনার একটি মিগ-২১ যুদ্ধ বিমান

ওয়েব ডেস্ক: জম্মু-কাশ্মীরের বাগদাম জেলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার একটি মিগ-২১ যুদ্ধ বিমান। কোনওরকমে রক্ষা পেয়েছেন বিমানটির চালক।

রুটিন ট্রেনিং টহলদারির জন্য শ্রীনগরের বিমানঘাটি থেকে উড়ান দিয়েছিল বিমানটি।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল এসডি গোস্বামী সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন ''আজ সকাল ১০টা ৫৯ নাগাদ বায়ু সেনার একটি মিজ-২১ বাইসন বাগদাম জেলার সৌবাগে ভেঙে পড়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতে খবর নেই।''

মুহূর্তের জন্য রক্ষা পান পাইলট। একটি সেনা হেলিকপ্টার সময় মত তাঁকে উদ্ধার করতে সমর্থ হয়েছে।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়েছেন এসডি গোস্বামী।

 

.