কালো টাকা নিয়ে সরব প্রধানমন্ত্রী

জি টুয়েন্টির মঞ্চে কালোটাকা আর কর ফাঁকি নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিভিন্ন দেশের মধ্যে কর নিয়ে অবাধ তথ্য আদান-প্রদান চালু করতে জি টুয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলির এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Updated By: Nov 2, 2011, 11:24 AM IST

জি-২০-র মঞ্চে কালোটাকা আর কর ফাঁকি নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিভিন্ন দেশের মধ্যে কর নিয়ে অবাধ তথ্য আদান-প্রদান চালু করতে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের কানে জি-২০ রাষ্ট্রগোষ্ঠীর সম্মেলনে সঙ্কট মেটাতে গ্রিসকে অবিলম্বে আর্থিক সাহায্য দেওয়ার পক্ষেও সওয়াল করেন মনমোহন সিং। তিনি বলেন, এব্যাপারে জি-২০ ভুক্ত দেশগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত। ইউরো জোন সহ বিশ্বজুড়ে চলা আর্থিক সঙ্কটের মাঝেই ফ্রান্সের কান শহরে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। গত কয়েকদিনে আর্থিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে গ্রিসের সঙ্কট। বৃহস্পতিবার সম্মেলন মঞ্চে তাই গ্রিসের সঙ্কট নিয়ে উদ্বেগ শোনা গেল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গলায়। তাঁর মতে, ইউরোপের অর্থনৈতিক উন্নতির সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছে ভারতের অর্থনীতিও। তাই গ্রিসের সঙ্কট সমাধানে অবিলম্বে আর্থিক সাহায্যের পক্ষেই সওয়াল করেন মনমোহন সিং। এব্যাপারে  জি-২০ ভুক্ত দেশগুলিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। 
তবে এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে বড়ো করে জায়গা নিয়েছে কালো টাকার ইস্যু। আন্তর্জাতিক আইনের ফাঁক গলেই কর ফাঁকি দিয়ে বিদেশি ব্যাঙ্কে জমা হয়েছে দেশের টাকা। বিভিন্ন উন্নত দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে সেকথা মনে করিয়ে দিয়ে মনমোহন সিং বলেন, জি-২০-র তরফে এধরণের কাজকর্ম বন্ধ করার উদ্যোগ নেয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, লন্ডন সম্মেলনে সিদ্ধান্তে বলা হয়েছিল ব্যাঙ্কের গোপনীয়তা রক্ষার দিন শেষ। এবারে তাই কর নিয়ে বিভিন্ন দেশের মধ্যে অবাধ তথ্য আদান-প্রদান চালু করার উপর জোর দেন মনমোহন সিং। এব্যাপারে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশ গুলিরই অগ্রনী ভূমিকা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
 

.