রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে সংরক্ষণের পথে সব ব্যাঙ্কের CCTV ফুটেজ

ব্যাঙ্কের পিছনের দরজা দিয়েই কালো টাকা বদলে যাচ্ছে সাদা টাকায়। অভিযোগ উঠছিল কয়েকদিন ধরেই। কালো টাকা সাদা করার চক্রে একের পর এক ব্যাঙ্ক কর্তা ধরা পড়তেই নড়েচড়ে বসল রিজার্ভ ব্যাঙ্ক।

Updated By: Dec 13, 2016, 04:13 PM IST
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে সংরক্ষণের পথে সব ব্যাঙ্কের CCTV ফুটেজ

ওয়েব ডেস্ক: ব্যাঙ্কের পিছনের দরজা দিয়েই কালো টাকা বদলে যাচ্ছে সাদা টাকায়। অভিযোগ উঠছিল কয়েকদিন ধরেই। কালো টাকা সাদা করার চক্রে একের পর এক ব্যাঙ্ক কর্তা ধরা পড়তেই নড়েচড়ে বসল রিজার্ভ ব্যাঙ্ক।

৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কের CCTV ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিল শীর্ষ ব্যাঙ্ক। নির্দেশ থেকে পরিষ্কার, সন্দেহের তালিকায় থাকা ব্যাঙ্কগুলিতে এই সময়ে কারা কারা এসেছে তা খতিয়ে দেখতে চায় রিজার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুন- ডিজিটাল ইন্ডিয়ার স্পর্শ এবার ছোট মাঝারি শিল্পেও

প্রসঙ্গত, গত ৮ই নভেম্বর রাত থেকে পুরানো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা হওয়ার পর থেকে বারংবার অভিযোগ উঠতে থাকে যে, বেশ কিছু ব্যাঙ্ক কর্মী অসাধু উপায় অবলম্বন করে সাদা টাকা কালো করতে সাহায্য করেছে। সেই সব অভিযোগের সারবত্তা খতিয়ে দেখতেই এমন পদক্ষেপ।

আরও পড়ুন-"নোট বাতিল দেশের সবচেয়ে বড় দুর্নীতি, তদন্ত চাই", কড়া আক্রমণ চিদাম্বরমের

.