২০১৭ সালের কেন্দ্রীয় জয়েন্ট এন্ট্রান্সের নিয়মে বদল

২০১৭ সালের কেন্দ্রীয় জয়েন্ট এন্ট্রান্সের নিয়মে বদল আনছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এবার থেকে জয়েন্টের মাধ্যমে ভর্তি হতে গেলে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে। তফশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের অবশ্য সেটা ৬৫ শতাংশ হলেই হবে।

Updated By: Apr 8, 2016, 08:52 PM IST
২০১৭ সালের কেন্দ্রীয় জয়েন্ট এন্ট্রান্সের নিয়মে বদল

ওয়েব ডেস্ক: ২০১৭ সালের কেন্দ্রীয় জয়েন্ট এন্ট্রান্সের নিয়মে বদল আনছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। এবার থেকে জয়েন্টের মাধ্যমে ভর্তি হতে গেলে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর পেতে হবে। তফশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের অবশ্য সেটা ৬৫ শতাংশ হলেই হবে।

একই সঙ্গে মন্ত্রক জানিয়েছে, জয়েন্টের মাধ্যমে ভর্তি হতে গেলে পারসেন্টাইলের বিচারে প্রথম ২০-র মধ্যে থাকলেও হবে। জয়েন্ট এন্ট্রান্স মেইন্সের ক্ষেত্রে আগে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ৪০ শতাংশ গুরুত্ব দেওয়া হত। ২০১৭ থেকে সেটা আর হবে না। তবে, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিজেদের নিয়মেই পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

.