শীর্ষ তথ্যপ্রযুক্তি আধিকারিকদের বেতন নামা

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ করছেন এমন মানুষের সংখ্যা এদেশে নেহাত কম নয়। সাধারণ স্তরে তাদের অধিকাংশের বার্ষিক বেতনই (সিটিসি তথা কস্ট টু কোম্পানি) লাখের ঘরে ঘোরাফেরা করে। কিন্তু এইসব সংস্থা গুলির শীর্ষ পদে যাঁরা রয়েছেন তাদের বেতন কত? আইটি সংস্থাগুলির মাথায় বসে থাকা এমনই কয়েক জনের বার্ষিক বেতন প্রকাশিত হল 'লাইভ মিন্টে'র প্রতিবেদনে।

Updated By: Jun 1, 2017, 04:22 PM IST
শীর্ষ তথ্যপ্রযুক্তি আধিকারিকদের বেতন নামা

ওয়েব ডেস্ক: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ করছেন এমন মানুষের সংখ্যা এদেশে নেহাত কম নয়। সাধারণ স্তরে তাদের অধিকাংশের বার্ষিক বেতনই (সিটিসি তথা কস্ট টু কোম্পানি) লাখের ঘরে ঘোরাফেরা করে। কিন্তু এইসব সংস্থা গুলির শীর্ষ পদে যাঁরা রয়েছেন তাদের বেতন কত? আইটি সংস্থাগুলির মাথায় বসে থাকা এমনই কয়েক জনের বার্ষিক বেতন প্রকাশিত হল 'লাইভ মিন্টে'র প্রতিবেদনে।

প্রতিবেদন অনুসারে, 'টেক মাহিন্দ্রা'র সিইও সিপি গুরনানি ২০১৫ ও ২০১৬ অর্থবর্ষে যথাক্রমে তাঁর সংস্থা থেকে পেয়েছেন ১৬৫.৬ কোটি টাকা ও ৪৫.৩ কোটি টাকা। ওই একই সংস্থার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান বিনীত নায়ার অগস্ট'২০১৫ পর্যন্ত বিগত দুই অর্থবর্ষের জন্য পেয়েছেন মোট ২৯৯.৪ কোটি টাকা। এবার আসা যাক ২০১৭ অর্থবর্ষের হিসাবে। এখানে দেখা যাচ্ছে, 'ইনফোসিসে'র সিইও বিশাল সিক্কার বেতন বাবদ মোট আয় ৪৫.১ কোটি টাকা। পাশাপাশি দেখা যাচ্ছে, 'টিসিএস'-এর প্রাক্তন সিইও তথা টাটার বর্তমান চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের উপার্জন ৩০ কোটি টাকা। (আরও পড়ুন- আজ থেকে একাধিক খাতে লাগু SBI-এর নয়া চার্জ)

.