Army-র প্রয়োজন নেই, Rahul Gandhi-র মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি প্রাক্তন সেনা আধিকারিকদের
সেনাকর্মীদের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'রাহুল গান্ধীর কাছে আমাদের অনুরোধ আমাদের দেশের বীর সৈনিকদের কাছে ক্ষমা চান
নিজস্ব প্রতিবেদন: দেশের সেনা সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করায় ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। সোমবার এমনটাই দাবি করলেন 'আহত' প্রাক্তন সেনা কর্তারা। কারণ কংগ্রেস নেতার মন্তব্য অত্যন্ত আপত্তিজনক ও সেনা বাহিনীর প্রতি অপমান।
কী নিয়ে বিতর্ক? তামিলনাড়ু সফরে গিয়ে রাহুল গান্ধী(Rahul Gandhi) মন্তব্য করেন, 'দেশের শ্রমিক, কৃষকদের যদি ব্যবহার করা যায় তাহলে আর্মড ফোর্সের কোনও প্রয়োজন নেই। চিনের সাহস হবে না ভারতে ঢোকার।'
আরও পড়ুন-ফেব্রুয়ারি ১৬-র পর কালীঘাটেও ফুটছে পদ্ম? Suvendu-র দাবি ঘিরে বড় জল্পনা
রাহুলের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতের প্রাক্তন সেনাকর্তরা এক বিবৃতিতে লিখেছেন, দেশের কৃষক, শ্রমিকদের ওপরে আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। এরাই আমাদের অর্থনীতিকে ধরে রেখেছে। আমাদের দেশ গঠনে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু আমাদের সেনাবাহিনীকে দেশের নেতারা খুব সহজেই অবহেলা করতে পারেন। নেহরুর আমলের নীতি নিয়ে চললে সেনাবাহিনীর(Army) অপ্রয়োজনীয়তার কথা বলা যায়। কিন্তু এই ধরনের মন্তব্য আমাদের ভবিষ্যত প্রজন্মকে বিপথে চালিত করবে। '
আরও পড়ুন-নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আমায় টিজ করেছে: Mamata
সেনাকর্মীদের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'রাহুল গান্ধীর কাছে আমাদের অনুরোধ আমাদের দেশের বীর সৈনিকদের কাছে ক্ষমা চান। এবং ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিন।'
সেনাকর্মীদের তরফে ওই বিবৃতিতে সাক্ষর করেছেন, লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং, ভাইস অ্যাডমিরাল শেখর সিনহা, এয়ার মার্শাল এস পি সিনহা, এয়ার মার্শাল পি কে রায়, এয়ার মার্শাল আর সি বাজপেয়ী, লেফটেন্যান্ট জেনারেল অরবিন্দ শর্মা প্রমুখ।
।