ফরেন মুলুকে মায়ের পুজো

বাংলার দিগন্তজোড়া সবুজ মাঠে সাদা কাশ ফুলের  নাচ দেখার সৌভাগ্য হয়ত ওখানে হয় না। শরতের নীল আকাশে তুলোর মত ফুলো ফুলো মেঘ হয়ত পাড়ার মোড়ে মোড়ে ঢাকের শব্দে মাতোয়ারা হয় না। কিন্তু ওখানেও ফোটে কাশ ফুল। এদেশের তুলো মেঘ ওদেশের শরৎ আকাশে শারদীয়া বার্তা পৌঁছে দেয়। হয়ত অন্যরকম, অন্যও কোনওভাবে। আগমনীর বার্তা লুকিয়ে থাকে সেই বার্তাবহ মেঘের মাঝে। সংকেত পাঠায় পুজো আসছে।  আর সেই সংকেতের ছোঁয়ায় বিদেশ বিভুঁইয়ে থাকা বাঙালিরাও মেতে ওঠেন। জোর কদমে চালান পুজোর প্রস্তুতি। কলকাতা থেকে দূরে তো কী হয়েছে? তাঁদের অনাবিল অনাবিল আবেগে বিদেশের মাটিতেই জন্মনেয় চারদিনের উৎসব মাখা ছোট্ট ছোট্ট কলকাতা।  উইম্বলডনের কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো থেকে বার্লিনের দেওয়াল, সারা দুনিয়া জুড়ে এখন শয়ে শয়ে কলকাতা হাজির। সারা বিশ্বের বাঙালিরা মেতেছেন নিজেদের মতো করে ছোট্ট ছোট্ট কলকাতা বানিয়ে দুর্গাপুজো করতে।

Updated By: Oct 7, 2013, 03:13 PM IST

বাংলার দিগন্তজোড়া সবুজ মাঠে সাদা কাশ ফুলের  নাচ দেখার সৌভাগ্য হয়ত ওখানে
হয় না। শরতের নীল আকাশে তুলোর মত ফুলো ফুলো মেঘ হয়ত পাড়ার মোড়ে মোড়ে ঢাকের
শব্দে মাতোয়ারা হয় না। কিন্তু ওখানেও ফোটে কাশ ফুল। এদেশের তুলো মেঘ ওদেশের
শরৎ আকাশে শারদীয়া বার্তা পৌঁছে দেয়। হয়ত অন্যরকম, অন্যও কোনওভাবে। আগমনীর
বার্তা লুকিয়ে থাকে সেই বার্তাবহ মেঘের মাঝে। সংকেত পাঠায় পুজো আসছে।

 আর সেই সংকেতের ছোঁয়ায় বিদেশ বিভুঁইয়ে থাকা বাঙালিরাও মেতে ওঠেন। জোর কদমে
চালান পুজোর প্রস্তুতি। কলকাতা থেকে দূরে তো কী হয়েছে? তাঁদের অনাবিল
অনাবিল আবেগে বিদেশের মাটিতেই জন্মনেয় চারদিনের উৎসব মাখা ছোট্ট ছোট্ট
কলকাতা।

 উইম্বলডনের কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো থেকে বার্লিনের দেওয়াল, সারা
দুনিয়া জুড়ে এখন শয়ে শয়ে কলকাতা হাজির। সারা বিশ্বের বাঙালিরা মেতেছেন
নিজেদের মতো করে ছোট্ট ছোট্ট কলকাতা বানিয়ে দুর্গাপুজো করতে। `কিংডম অফ ফার ফার অ্যাওয়ে`র পুজোগুলির কোথায়, কবে, কখন হবে সেই সব মাতৃ আরাধনা তারই ইতিউতির সুলুকসন্ধান রইল আপনাদের জন্য -
নিউজিল্যান্ড-প্রান্তিকের দুর্গাপুজো
ক্যালিফোর্নিয়া- উত্‍সব-এর দুর্গোত্‍সব
ফিনল্যান্ড-
পাতাঝরার আমন্ত্রণে দুর্গাপুজো

লন্ডন-
উইম্বলডন কালচারাল অ্যাসোসিয়েশন
পার্থ- বেঙ্গলি অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ক্যালিফোর্নিয়া-সান দিয়েগোর দুর্গাপুজো
বার্লিন-
বার্লিন দেওয়ালে ঢাকের কাঠি
নেদারল্যান্ডস- কল্লোল-এর দেবী বন্দনা
ফ্লোরিডা-
বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বাঙালিয়ানা
বাফেলো-‘সংস্কৃতি’র দুর্গাপুজো

.