এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক এল শুটিংয়ে
ফাইনালে ভারতীয় জুটি স্কোর করে ৪২৯.৯ পয়েন্ট৷
নিজস্ব প্রতিবেদন : ব্রোঞ্জ জিতে এশিয়ান গেমস ২০১৮ তে অভিযান শুরু করল ভারত৷ এশিয়ান গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন অপূর্বী চাণ্ডেলা এবং রবি কুমার। ১০ মিটার এয়ার রাইফেলে মিক্সড টিম ইভেন্টে অপূর্বী-রবি জুটি জিতল ব্রোঞ্জ। এটাই জাকার্তা এশিয়ান গেমসের আসরে ভারতের প্রথম পদক৷
আরও পড়ুন - অভিষেকেই রেকর্ড বুকে ঋষভ!
রবিরার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে ৮৩৫.৩ পয়েন্টে শেষ করে অপূর্বী-রবি ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেন। ফাইনালে প্রথম দশ শটের পর ১০২.৯ পয়েন্টে দুইয়ে ছিলেন তাঁরা। ২০ শটের পরও দুই নম্বরে ছিলেন তাঁরা। পয়েন্ট ছিল ২০৫.৫। ৩০ শটের প্রথম স্টেজের পরও ৩০৮.৫ পয়েন্টে দু'জনে রুপো জেতার মতো অবস্থায় ছিলেন। কিন্তু, এরপর ভারতীয় জুটি নেমে যায় তৃতীয় স্থানে। চাইনিজ তাইপে ৪৯৪.১ পয়েন্ট পেয়ে সোনা জিতে নেয়। এশিয়ান গেমসে রেকর্ডও করেন তারা। ৪৯২.৫ পয়েন্টে রুপো জেতে চিন।ব্রোঞ্জ জিতলেন অপূর্বী চাণ্ডেলা ও রবি কুমারের জুটি৷ ফাইনালে ভারতীয় জুটি স্কোর করে ৪২৯.৯ পয়েন্ট৷
Medal Alert: 1st Medal (Bronze) for India via Apurvi Chandela/ Ravi Kumar in 10m Air Rifle Mixed Team (Shooting) event #AsianGames2018 pic.twitter.com/X1PBt9qY3A
— India@AsianGames2018 (@India_AllSports) August 19, 2018
তৃতীয় স্থানে শেষ করে ভারতের অপূর্বী জানিয়েছেন, "এটাই আমাদের সেরা পারফরম্যান্স৷ শেষবার বিশ্বকাপে আমরা চতুর্থ স্থান অর্জন করেছিলাম৷ এশিয়ান গেমসে নিজেদের খেলায় উন্নতি এসেছে৷ এশিয়ান গেমসে এটাই আমার প্রথম পদক৷" চলতি বছরে মেক্সিকোতে আয়োজিত শুটিং বিশ্বকাপে অপূর্বী-রবি কুমারের জুটি চতুর্থ স্থানে শেষ করেছিল৷ পদকজয়ী ভারতীয় দুই শুটারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Congratulations to @apurvichandela and Ravi Kumar for winning India's first medal at #AsianGames2018
Confident this is just the beginning for many more medals! Best wishes to the Indian contingent for the coming days #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) August 19, 2018
Our talented shooters give us our first medals at the @asiangames2018.
Well done @apurvichandela and Ravi Kumar for bagging the Bronze medal in the 10m Air rifle mixed team event. #AsianGames2018 pic.twitter.com/p6pQLhgR1b
— Narendra Modi (@narendramodi) August 19, 2018
২৫ বছর বয়সি অপূর্বী ও ২৮ বছর বয়সি রবিকে অভিন্দন জানিয়ে রাজ্যবর্ধন রাঠোর টুইট করে লিখছেন, "গ্রেট শো। ওদের অজস্র অভিনন্দন।" অন্যদিকে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে মনু ভাকের ও অভিষেক ভর্মার জুটি ছয় নম্বরে শেষ করেছে৷