ICC World Cup 2019: বিশ্বকাপে রেকর্ড কুল্টার-নাইলের, অপ্রতিরোধ্য স্টার্ক! ক্যারিবিয়ান বধ অজিদের

বিশ্বকাপে আট নম্বরে নেমে রেকর্ড ৯২ রান করলেন কুল্টার নাইল।

Updated By: Jun 6, 2019, 11:06 PM IST
ICC World Cup 2019: বিশ্বকাপে রেকর্ড কুল্টার-নাইলের, অপ্রতিরোধ্য স্টার্ক! ক্যারিবিয়ান বধ অজিদের

নিজস্ব প্রতিবেদন :  আফগান বধের পর ক্যারিবিয়ান বধ। বিশ্বকাপে পর পর দুটো ম্যাচে জয় অস্ট্রেলিয়ার। প্রাথমিক ধাক্কা সামলে কুল্টার নাইলের বিশ্বকাপে রেকর্ড রান। আট নম্বরে ব্যাট করতে নেমে করলেন ৯২। সঙ্গে স্টিভ স্মিথের ৭৩ রান। আর বল হাতে অপ্রতিরোধ্য মিচেল স্টার্ক। একাই ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিলেন ক্যারিবিয়ানদের। ওয়েস্ট ইন্ডিজকে ১৫  রানে হারাল অস্ট্রেলিয়া।

এদিন ট্রেন্ট ব্রিজে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। শুরুটা একেবারেই ভালো হয়নি অজিদের। ৩৮ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৩ রান, অ্যারোন ফিঞ্চ ৬ রান, উসমান খোয়াজা ১৩ আর গ্লেন ম্যাক্সওয়েল ০ রানে সাজঘরে ফিরে যান। মার্কোস স্টোইনিস ফিরে যান ১৯ রানে। এরপর অ্যালেক্স ক্যারে আর স্টিভ স্মিথ জুটি অস্ট্রেলিয়াকে টানতে থাকে। ক্যারে ৪৫ রানে ফিরে যান। তারপর স্মিথ আর নাথান কুল্টার নাইল জুটি অজিদের রান প্রায় তিনশোর কাছাকাছি নিয়ে যেতে সক্ষম হয়। স্মিথ ৭৩ রানে ফিরে গেলেও বিশ্বকাপে আট নম্বরে নেমে রেকর্ড ৯২ রান করলেন কুল্টার নাইল। ৬০ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। এদিন জিম্বাবোয়ের হিথ স্ট্রিককে টপকে রেকর্ড গড়লেন অজি অলরাউন্ডার। এর আগে বিশ্বকাপে আট নম্বরে নেমে সর্বোচ্চ রান অপরাজিত ৭২ করেছিলেন হিথ স্ট্রিক,নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২০০৩ বিশ্বকাপে। শেষ পর্যন্ত ২৮৮ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন কার্লোস ব্রেথওয়েট। ২টি করে উইকেট নেন থমাস, কটরেল আর রাসেল।

২৮৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই এভিন লুইসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২১ রানে ফিরলেন ক্রিস গেইলও। এরপর নিকোলাস পুরান ও সাই হোপ জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেন। পুরান ৪০ রানে আউট হওয়ার পর নিয়েমিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ার ২১, আন্দ্রে রাসেল ১৫, কার্লোস ব্রেথওয়েট ১৬ আর অধিনায়ক হোল্ডার ৫১ রান করে আউট হন। দুরন্ত বোলিং করেন মিচেল স্টার্ক। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ রানে ম্যাচ জিতে নেয় অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে ৫টি উইকেট নেন মিচেল স্টার্ক। ২টি উইকেট নেন প্যাট কামিন্স।

 

আরও পড়ুন - ICC World Cup 2019: বিশ্বকাপে বিরাট রেকর্ড গড়লেন অজি অলরাউন্ডার কুল্টার নাইল

 

.