Cristiano Ronaldo: মেসির মতো কি এবার ক্লাব বদল করছেন রোনাল্ডো? জবাব দিলেন 'সিআর সেভেন'
গত ৩১ মে সৌদি প্রিমিয়ার লিগে রোনাল্ডোর প্রথম মরসুম শেষ হয়ে গিয়েছে। সৌদি লিগে রোনাল্ডোর ক্লাব আল নাসের দ্বিতীয় স্থান পেয়েছে। আল নাসেরের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেক ঘটা করে তিনি পরিবার নিয়ে সৌদি আরবে (Saudi Arabia) পা রেখেছিলেন। রেকর্ড অর্থে সই করেছিলেন আল নাসেরে (Al Nassar FC)। কিন্তু মরসুমের শেষে 'হাতে রইল পেন্সিল'-এর মতো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ঝুলিও খালি। ফলে বোঝাই যাচ্ছে তাঁর পারফরম্যান্স মোটেও আহামরি নয়। আর তাই সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে তাঁকে নিয়ে উত্তাল। নেটিজেনদের দাবি, তিনিও নাকি তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির (Lionel Messi) মতো ক্লাব বদলে ফেলতে পারেন। ক্লেরমন্ট ফুটের বিরুদ্ধে ম্যাচ খেলেই প্যারিস সঁ জরমঁ-কে (Paris Saint Germain) বিদায় জানাবেন আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে 'এলএম টেন' (LM 10) তাঁর ক্লাব বদল করলেও, 'সিআর সেভেন' (CR 7) কিন্তু এই মুহূর্তে তাঁর জার্সি বদল করছেন না। সেটা স্পষ্ট করে দিয়েছেন পর্তুগালের (Portugal) মহাতারকা। আগামী মরসুমেও তিনি খেলবেন মরুদেশের ক্লাবেই।
সৌদি আরব প্রিমিয়ার লিগকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, "সৌদি আরবের লিগ বেশ ভালো। বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে উন্নতি করার অনেক সুযোগ রয়েছে। আমাদের দলটা বেশ ভা্লো। আরবের বেশ কয়েকজন ভালো ফুটবলারআমাদের দলে রয়েছেন। যদিও আমার মতে রেফারিং, ভার সিস্টেমের কিছু উন্নতি দরকার। ছোট ছোট আরও কিছু বিষয় আছে, সেগুলোর উন্নতি করলে ভালো। আমি এখানে বেশ আছি। সুখেই আছি। এখানকার লিগ নিয়ে আমি সন্তুষ্ট। তাই আমি এখানে খেলা চালিয়ে যেতে চাই।"
আরও পড়ুন: Lionel Messi: পিএসজি ছাড়ছেন মেসি, জানিয়ে দিলেন কোচ ক্রিস্তোফ গালতিয়ের
গত ৩১ মে সৌদি প্রিমিয়ার লিগে রোনাল্ডোর প্রথম মরসুম শেষ হয়ে গিয়েছে। সৌদি লিগে রোনাল্ডোর ক্লাব আল নাসের দ্বিতীয় স্থান পেয়েছে। আল নাসেরের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। শেষ ম্যাচে আল নাসের ৩-০ গোলে হারিয়েছে আল ফতেহকে। যদিও শেষ ম্যাচে নামেননি রোনাল্ডো।
আল নাসের ক্লাবের হয়ে সৌদি প্রো লিগে ১৬টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। গোল করেছেন ১৪টি। তাছাড়াও সৌদি কিং কাপ ও সুপার কাপেও নেমেছিলেন রোনাল্ডো। কিন্তু সেই তিনটি ম্যাচে গোল করতে পারেননি। অর্থাৎ সৌদির ক্লাব আল নাসেরের হয়ে রোনাল্ডো মোট ১৯টি ম্যাচ থেকে ১৪টি গোল করেন সৌদি প্রিমিয়ার লিগে। তবে 'সিআর সেভেন' আল নাসেরে থেকে যাওয়ার কথা বললেও, তাঁর দলবদল নিয়ে চর্চা কিন্তু চলছেই।