সব ধরণের ক্রিকেটে কে কত তাড়াতাড়ি সেঞ্চুরি করেছেন?

আজই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম বলে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। এতক্ষণে জেনে গিয়েছেন যে, কিউই ব্যাটসম্যান মাত্র ৫৪ বলে ১০০ করেছেন। কিন্তু এ তো গেল টেস্ট ক্রিকেটের কথা। কিন্তু একদিনের ক্রিকেট, টি২০ আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল এমনকি ফার্স্ট ক্লাস ক্রিকেটেও কে কত দ্রুত সেঞ্চুরি করেছেন, সেটাও তো জানতে হবে। নিন চোখ বুলিয়ে নিন, নিচের তালিকায়।

Updated By: Feb 20, 2016, 02:47 PM IST
সব ধরণের ক্রিকেটে কে কত তাড়াতাড়ি সেঞ্চুরি করেছেন?

ওয়েব ডেস্ক: আজই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম বলে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। এতক্ষণে জেনে গিয়েছেন যে, কিউই ব্যাটসম্যান মাত্র ৫৪ বলে ১০০ করেছেন। কিন্তু এ তো গেল টেস্ট ক্রিকেটের কথা। কিন্তু একদিনের ক্রিকেট, টি২০ আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল এমনকি ফার্স্ট ক্লাস ক্রিকেটেও কে কত দ্রুত সেঞ্চুরি করেছেন, সেটাও তো জানতে হবে। নিন চোখ বুলিয়ে নিন, নিচের তালিকায়।

১) টেস্টে - ৫৪ বলে ১০০। ব্রেন্ডন ম্যাককালাম। (নিউজিল্যান্ড)

২) একদিনের ক্রিকেটে - ৩১ বলে ১০০। এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

৩) টি২০ তে - ৪৫ বলে ১০০। রিচার্ড লেভি (দক্ষিণ আফ্রিকা)

৪) আইপিএল- ৩০ বলে সেঞ্চুরি। ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

৫) ফার্স্ট ক্লাস ক্রিকেটে - ২৪ বলে সেঞ্চুরি। মার্ক পেতিনি (ইংল্যান্ড)

.