Lionel Messi and Usain Bolt, FIFA World Cup Final 2022: 'রোনাল্ডো নয় মেসিই সেরার সেরা', স্পষ্ট জানিয়ে দিলেন বিদ্যুতগতির উসেইন বোল্ট

লিওনেল মেসির জন্যই আর্জেন্টিনাকে ফের একবার বিশ্বজয়ী দেখতে চান বোল্ট। তাঁর কথায়, 'যে দলে মেসির মতো ফুটবলার আছেন, সেই দলকে সমর্থন করা ছাড়া আর তো কোনও উপায় নেই!' 

Updated By: Dec 18, 2022, 07:43 PM IST
Lionel Messi and Usain Bolt, FIFA World Cup Final 2022: 'রোনাল্ডো নয় মেসিই সেরার সেরা', স্পষ্ট জানিয়ে দিলেন বিদ্যুতগতির উসেইন বোল্ট
লিওনেল মেসিই সেরা। জানিয়ে দিলেন উসেইন বোল্ট।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলের নাম শুনলেই একেবারে সাধারণ ভক্তের মতো হয়ে ওঠেন উসেইন বোল্ট (Usain Bolt)। তিনি বিশ্বক্রীড়ার অবিসংবাদিত নায়ক। একশো মিটার দৌড়ে তৈরি করেছেন একের পর এক ইতিহাস। অথচ, ফুটবলের নাম শুনলেই একেবারে সাধারণ ভক্তের মতো হয়ে ওঠেন উসেইন বোল্ট। তিনি আর্জেন্টিনার (Argentina) একনিষ্ঠ ভক্ত, এই কথা বহুবার বলেছেন বোল্ট। অন্যদিকে, আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও (Cristiano Ronaldo) ভক্ত। যদিও তাঁর দাবি, 'সি আর সেভেন' নয় (CR 7), এই প্রজন্মের সেরার সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি (Lionel Messi)। 

জামাইকান অ্যাথলিট বলছিলেন, 'রোনাল্ডো দারুণ ফুটবলার। আমার সঙ্গে ওর অনেক বছরের বন্ধুত্ব। তবে মেসি অন্য গ্রহের ফুটবলার! ও হল সেরার সেরা।'

আরও পড়ুন: FIFA World Cup Final 2022, ARG vs FRA: মেসি না এমবাপে? কার দলের উপর বাজি ধরছে টিম ইন্ডিয়া? মজার জবাব দিলেন কেএল রাহুল

আরও পড়ুন: Lionel Messi and Kylian Mbappe, FIFA World Cup Final 2022: মেসি, এমবাপের গোল সমান হলে কার হাতে উঠবে 'গোল্ডেন বুট'? জেনে নিন নিয়ম

আর তাই মেসির জন্যই আর্জেন্টিনাকে ফের একবার বিশ্বজয়ী দেখতে চান বোল্ট। তাঁর কথায়, 'যে দলে মেসির মতো ফুটবলার আছেন, সেই দলকে সমর্থন করা ছাড়া আর তো কোনও উপায় নেই!' 

আর কিছুক্ষণ পরেই লুসেল স্টেডিয়ামে গতবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা। 'এল এম টেন' কি দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিততে পারবেন? তাঁর 'আইডল' দিয়েগো মারাদোনার পাশে নাম লেখাতে পারবেন? নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ জিতে হাসি মুখে বিদায় জানাতে পারবেন? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.