ঐতিহ্যশালী ডুরান্ড কাপকে বাঁচাতে এবার এগিয়ে আসতে চলেছে আইএফএ

অভিনব উদ্যোগ রাজ্য ফুটবল সংস্থার। ঐতিহ্যশালী ডুরান্ড কে বাঁচাতে এবার এগিয়ে আসতে চলেছে আইএফএ। শুক্রবার সেনবাহিনীর পূর্বাঞ্চলীয় শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আইএফএ সচিব। সেখানে তিনি কলকাতায় ডুরান্ড কাপ করার প্রস্তাব দেন। ঐতিহ্যশালী টুর্নামেন্ট কলকাতায় করার জন্য সেনাবাহিনীকে সবরকম সাহায্যের প্রস্তাব দেওয়া হয় আইএফএ-র পক্ষ থেকে। আগামী সপ্তাহের শুরুতেই প্রস্তাবের কথা জানিয়ে সেনাবাহিনীকে চিঠি দিচ্ছে আইএফএ। সেই চিঠি পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে। আইএফএ-র আশা কলকাতায় ডুরান্ড হলে হারানো গরিমা অনেকটাই ফিরে পাবে ঐতিহ্যশালী এই টুর্নামেন্টটি।

Updated By: Jul 2, 2016, 09:20 PM IST
ঐতিহ্যশালী ডুরান্ড কাপকে বাঁচাতে এবার এগিয়ে আসতে চলেছে আইএফএ

ওয়েব ডেস্ক : অভিনব উদ্যোগ রাজ্য ফুটবল সংস্থার। ঐতিহ্যশালী ডুরান্ড কে বাঁচাতে এবার এগিয়ে আসতে চলেছে আইএফএ। শুক্রবার সেনবাহিনীর পূর্বাঞ্চলীয় শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আইএফএ সচিব। সেখানে তিনি কলকাতায় ডুরান্ড কাপ করার প্রস্তাব দেন। ঐতিহ্যশালী টুর্নামেন্ট কলকাতায় করার জন্য সেনাবাহিনীকে সবরকম সাহায্যের প্রস্তাব দেওয়া হয় আইএফএ-র পক্ষ থেকে। আগামী সপ্তাহের শুরুতেই প্রস্তাবের কথা জানিয়ে সেনাবাহিনীকে চিঠি দিচ্ছে আইএফএ। সেই চিঠি পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে। আইএফএ-র আশা কলকাতায় ডুরান্ড হলে হারানো গরিমা অনেকটাই ফিরে পাবে ঐতিহ্যশালী এই টুর্নামেন্টটি।

আরও পড়ুন তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার

এদিকে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে এবারের ঘরোয়া লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই লিগ শেষ করার ইচ্ছা রয়েছে রাজ্য ফুটবল সংস্থার। বেশ কিছুদিন ধরেই সম্প্রচারকারী টেলিভিশন সংস্তার সঙ্গে টানাপোড়েন চলছিল আইএফএ-র।  তাই লিগের সূচি চূড়ান্ত করতে পারছিল না তারা। সম্প্রচারকারী টেলিভিশন সংস্থাটি শনিবার জানিয়ে দেয় যে তারা এবছর লিগের সম্প্রচার করবে না। তাই শনিবারই রাজ্য সংস্থা জানিয়ে দেয় যে তেইশ অথবা চব্বিশে জুলাই হয়ত শুরু হয়ে যাবে লিগের প্রিমিয়ার ডিভিসন। ডার্বি কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। যুবভারতীতে বড়ম্যাচ হওয়ার ব্যাপারে আশা না ছাড়লেও আইএফএ সচিব উতপল গাঙ্গুলি মানছেন যে বর্তমান পরিস্থিতিতে যুবভারতীতে ডার্বি হওয়া কঠিন।

আরও পড়ুন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবার কোন দল কেমন হল?

.