'আমি আপনাদের মিস করব' বিদায় বেলায় বললেন আর্সেন ওয়েঙ্গার

৬০ হাজার দর্শকে ঠাসা এমিরেটস স্টেডিয়াম কিক অফের সঙ্গে কোরাসে বলে উঠলেন 'আমাদের একটিই আর্সেন ওয়েঙ্গার আছে'।

Updated By: May 7, 2018, 04:23 PM IST
'আমি আপনাদের মিস করব' বিদায় বেলায় বললেন আর্সেন ওয়েঙ্গার

নিজস্ব প্রতিবেদন :  ঘরের মাঠে বিদায়ী কোচ আর্সেন ওয়েঙ্গারকে বড় জয় উপহার দিল আর্সেনাল। প্রিমিয়ার লিগে বার্নলেকে ৫-০ গোলে হারাল গানাররা।

আরও পড়ুন- রোনাল্ডোর চোট! চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কি অনিশ্চিত সিআর সেভেন?

শেষবার আর্সেনাল ম্যানেজার হিসেবে এমিরেটস স্টেডিয়ামে নামা আর্সেন ওয়েঙ্গারকে ম্যাচের শুরুতেই গার্ড অব অনার দেন দু'দলের ফুটবলাররা। শুধুই ফুটবলাররা নন, স্টেডিয়ামে সমর্থকরাও শুভেচ্ছায় ভাসালেন বিদায়ী ওয়েঙ্গারকে। আর সমর্থকদের দিকে দু'হাত তুলে অভিবাদন জানান ৬৮ বছর বয়সী ফরাসি কোচ। ৬০ হাজার দর্শকে ঠাসা এমিরেটস স্টেডিয়াম কিক অফের সঙ্গে কোরাসে বলে উঠলেন 'আমাদের একটিই আর্সেন ওয়েঙ্গার আছে'।

২২ বছরের সম্পর্ক শেষ। বেলা শেষে দাঁড়িয়ে আবেগপ্রবণ ওয়েঙ্গার-ও। ওয়েঙ্গার বললেন, "এই দীর্ঘ সময় আমাকে সহ্য করার জন্য আপনাদের ধন্যবাদ। আমি জানি এটা সহজ নয়। তবে মনে রাখবেন, আমি আপনাদের মতোই, আমি আর্সেনালের সমর্থক।" সবশেষে তিনি আরও বলেন, "আমি একটি সহজ শব্দ দিয়ে শেষ করতে চাই। আমি আপনাদের মিস করব। আমার জীবনের এমন এক গুরুত্বপূর্ণ অংশ হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।"

.