দু গোলে পিছিয়ে পড়েও হকির ফাইনালে ভারত

গ্লাসগো: বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে ফের গা ঝাড়া দিয়ে উঠল ভারতীয় পুরুষ হকি দল।

Updated By: Aug 2, 2014, 06:36 PM IST

গ্লাসগো: বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে ফেলে ফের গা ঝাড়া দিয়ে উঠল ভারতীয় পুরুষ হকি দল। গ্লাসগো কমনওয়েলথ গেমসে হকির ফাইনালে উঠল ভারত। শনিবার গেমসের দশম দিনে নিউজিল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে পরপর দুবার কমনওয়েলথ গেমসের ফাইনালে খেলবে ভারত। ০-২ গোলে পিছিয়ে থেকেও এই দুরন্ত জয় হকিতে পদক নিশ্চিত করল ভারতের।

ফাইনালে ভারতের সামনে হকিতে সাম্প্রতিককালের অপ্রতিরোধ্য দেশ অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ইংল্যান্ডকে চার গোলে হারিয়ে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। দিল্লি কমনওয়েলথ গেমসেও ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই হয়েছিল। সেবার ফাইনালে অসিদের কাছে ০-৪ গোলে হেরে মাথানত হয়েছিল ভারতের।

এদিন, সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ০-২ গোলে পিছিয়ে পড়ার পর দুর্দান্ত জয় ছিনিয়ে আনল ভারত। ১৮ মিনিটে ০-২ গোলে পিছিয়ে পড়ার পর পেনাল্টি কর্নার থেকে ম্যাচের ২৭ মিনিটে ব্যবধান কমান রূপিন্দর পাল সিং। দ্বিতীয়ার্ধে দুরন্ত খেলে জয় পায় ভারতীয় দল। এদিকে, ভারত্তোলনের লাইটওয়েট বিভাগে ব্রোঞ্জ জিতলেন এস খাতুন।

অন্যদিকে, ওয়েলশকে হারিয়ে মহিলাদের হকিতে পঞ্চম স্থান পেল ভারত।

.