IPL 2020: করোনায় লকডাউন দেশ! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠক বাতিল করল BCCI

পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে হয়তো এ বছরের আইপিএল বাতিল করতে হতে পারে বিসিসিআইকে।

Updated By: Mar 24, 2020, 01:10 PM IST
IPL 2020: করোনায় লকডাউন দেশ! আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠক বাতিল করল BCCI

নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপ থেকে বাঁচতে গোটা দেশ লকডাউন। এই অবস্থায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে যে বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক বাতিল করল বিসিসিআই।

করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই। পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বসার কথা ছিল বোর্ড কর্তাদের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ভিডিয়ো কনফারেন্স বাতিল করে দিল সৌরভের বোর্ড।

পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে হয়তো এ বছরের আইপিএল বাতিল করতে হতে পারে বিসিসিআইকে। গোটা দেশ যখন সংকটের মধ্যে তখন আইপিএল নিয়ে এটা ভাবার সময় নয়। বর্তমান পরিস্থিতিতে ইউরো কাপ, কোপা আমেরিকার মতো এক বছর পিছিয়ে যেতে পারে অলিম্পিকও। সেখানে আইপিএল খুবই ছোট ব্যাপার বলে মনে করছেন বোর্ড কর্তারা।

আইপিএল বাতিল হলে লোকসান কীভাবে সামাল দেওয়া যাবে সে দিকেই এখন নজর সবার। যদি এবার আইপিএল বাতিল হয় সেক্ষেত্রে বোর্ডের ২০০০ কোটি টাকা রেভিনিউ লোকসান হবে। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি দলগুলিও প্রায় ১০০ কোটি ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুন - করোনার থাবায় অর্নিদিষ্টকালের জন্য স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ-ইউরোপা লিগ ফাইনাল

.