লিভারপুলের কিংবদন্তি রবি ফাউলার কি ইস্টবেঙ্গলের নতুন কোচ?

শুধুমাত্র সিলমোহরের অপেক্ষা। দু-একদিনের মধ্যেই সরকারিভাবে ঘোষণা হওয়ার কথা। 

Updated By: Sep 28, 2020, 08:43 AM IST
লিভারপুলের কিংবদন্তি রবি ফাউলার কি ইস্টবেঙ্গলের নতুন কোচ?
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: রবিবার সকালেই লাল-হলুদ সমর্থকদের সুখবর শোনান ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড- এর কর্ণধার নীতা আম্বানি। তিনি ঘোষণা করেন, ইন্ডিয়ান সুপার লিগের একাদশতম দল হিসাবে অন্তর্ভুক্ত হল ইস্টবেঙ্গল। মুখ্যমন্ত্রীর সৌজন্যে ইনভেস্টর জোগাড় হওয়ার ২৫ দিন পর ইস্টবেঙ্গলের আইএসএল খেলায় সরকারি সিলমোহরও পড়ে গেল।

সবকিছু ঠিকঠাক থাকলে এবার  ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে লিভারপুলের কিংবদন্তি ফুটবলার রবি ফাউলারকে। ইতিমধ্যেই দুপক্ষের কথা বহুদূর এগিয়ে গিয়েছে।  আলোচনা প্রায় শেষ পর্যায়ে। শুধুমাত্র সিলমোহরের অপেক্ষা। দু-একদিনের মধ্যেই সরকারিভাবে ঘোষণা হওয়ার কথা।  আইএসএলে অন্তর্ভুক্তির পর এবার বিদেশি ফুটবলার নিয়োগের পাশাপাশি কোচ নিয়োগের দিকে নজর দিতে চাইছেন লাল-হলুদের নয়া ইনভেস্টর।

 

লিভারপুলের হয়ে টানা আট বছরে ২৩৬ ম্যাচে ১২০ কুড়ি গোল করেছেন ফাউলার। ইংল্যান্ডের হয়ে ২৬ টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৭টি।  দুটি ইউরো কাপ এবং ২০০২ সালের বিশ্বকাপ দলে ছিলেন ফাউলার।  ২০১১-১২ মরশুম থেকে কোচিং কেরিয়ার শুরু করেন তিনি।  প্রথমে থাইল্যান্ডের মুয়াংথং ইউনাইটেডের হয়ে। গতবছর অস্ট্রেলিয়ার এ লিগের দল  ব্রিসবেন রোর এফসিতে কোচিং করিয়েছেন ৪৫ বছরের ফাউলার।

আরও পড়ুন -  নিশ্চিত ৬ বাঁচিয়ে অবিশ্বাস্য সেভ পুরানের, চর্চা শুরু ক্রিকেটমহলে

.