Football: 'খেলা শেষে দুই মহিলাকে হোটেলে ডেকে...'! মহাবিপাকে কাতার কাঁপানো জাপানি নক্ষত্র
Japan Footballer Junya Ito Investigated After Sexual Assault: যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠল জাপানের তারকা ফুটবলার জুনিয়া ইটোর বিরুদ্ধে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এএফসি এশিয়ান কাপে (AFC Asian Cup) জাপান ৩-১ গোলে বাহারিনকে হারিয়ে চলে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। আর এই ম্য়াচের পরেই, চারবারের চ্যাম্পিয়ন দলের তারকা উইঙ্গারকে নিয়ে ঝড় উঠেছে। জাপানের ৫ ফুট ৯ ইঞ্চির উইঙ্গার জুনিয়া ইটোর (Junya Ito) পড়লেন মহাবিপাকে! যৌন হেনস্থার অভিযোগ উঠছে লিগ ওয়ানে রেইমসের হয়ে খেলা ফুটবলারের বিরুদ্ধে। ৩০ বছরের ফুটবলারকে নিয়ে তাঁর দেশের একাধিক সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে যে, তিনি দুই মহিলাকে যৌন হেনস্থা করেছেন!
আরও পড়ুন: এবার ভক্তেরই পিছু নিলেন 'ভগবান'! যে ভিডিয়ো পোস্ট করলেন খোদ সচিনই, বোঝো কাণ্ড
ওসাকার এক পুলিসকর্তা জানিয়েছেন, 'আমরা জুনিয়া ইটোর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি'। জানা যাচ্ছে বিশ্বকাপার ইটো, গতবছর জাপান-পেরু আন্তর্জাতিক প্রীতি ম্য়াচের শেষেই কুকীর্তি করেছেন। ওসাকারই এক হোটেলে দুই মহিলাকে তিনি ডাকেন। তারপর মদ্য়প অবস্থায় তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন ইটো। যদিও ইটোর আইনজীবী এই অভিযোগ আংশিক ভিত্তিহীন বলেই দাবি করেছেন। তাঁর দাবি, তাঁর মক্কেল দুই নারীর সঙ্গে হোটেলে সময় কাটিয়েছিলেন ঠিকই। কিন্তু অভিযোগ সত্য হওয়ার মতো কোনও শারীরিক সম্পর্কের প্রমাণ নেই।
বাহারিনের বিরুদ্ধে পরিবর্ত খেলোয়াড়ের তালিকায় নাম ছিল ইটোর। যদিও কোচ হাজিমে মোরিয়াসু তাঁকে খেলাননি। খেলার পর তিনি সাংবাদিকদের বলেন, 'আমি ইটোর অভিযোগের ব্য়াপারে পুরুপোরি অবগত নই। তদন্তের পরই এটা নিয়ে আমরা ভাবব।' এখন জানা যাচ্ছে যে, জাপান ফুটবল অ্য়াসোসিয়েশন ওরফে জেএফএ নাকি অভিযুক্ত ফুটবলারকে দলের সঙ্গে রাখতে চায় না। সেক্ষেত্রে ইটোকে দেশে ফিরতে হতে পারে। ২০১৭ সালে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক হয় জুনিয়ার। এখনও পর্যন্ত জাপানের হয়ে তিনি ৫৪ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন।
আরও পড়ুন: Meet Divya Deshmukh: যৌনতার 'শাপে' বিদ্ধ দেশের দাবা-নক্ষত্র দিব্যা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)