গোয়া থেকে ট্রেনে কোঝিকোড় গেল মোহনবাগান
শনিবার গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে জিততেই আই লিগ জয়ের সম্ভবনা তৈরি হয়েছে মোহনবাগানের। আর তাই লিগের শেষ ম্যাচের সূচি বদল হল সবুজ-মেরুনের।
ওয়েব ডেস্ক : শনিবার গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে জিততেই আই লিগ জয়ের সম্ভবনা তৈরি হয়েছে মোহনবাগানের। আর তাই লিগের শেষ ম্যাচের সূচি বদল হল সবুজ-মেরুনের।
আই লিগ জয়ের লড়াইয়ে ফিরতেই ফেডারেশনকে সূচি বদলের ইমেল করেন বাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত। ৬ মার্চ গোকুলামের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ খেলার কথা ছিল মোহনবাগানের। শেষ পর্যন্ত মোহনবাগানের অনুরোধে সাড়া দিয়ে আই লিগের শেষ রাউন্ডের সব ম্যাচ একই দিনে একই সময়ে করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ফুটবল ফেডারেশন। ৮ মার্চ ইস্টবেঙ্গল, মিনার্ভার সঙ্গে একই দিনে গোকুলামের বিরুদ্ধে ম্যাচ খেলবে মোহনবাগানও।
আরও পড়ুন- 'শেষের কবিতা'র শহরে প্রথম হওয়ার গল্প লিখতে চায় লাল-হলুদ
৬ মার্চের ম্যাচ, ৮ মার্চ পিছোতেই ট্রেনে চেপে গোয়া থেকে কেরলে পৌঁছন মোহনবাগানের ফুটবলাররা। রবিবার সকালে গোয়ার ভাস্কো দা গামা স্টেশন থেকে দুরন্ত এক্সপ্রেসে কোঝিকোড় পৌঁছয় মোহনবাগান। কিন্তু মোহনবাগানের মত দলের ফুটবলারদের কেন ট্রেনে কেরল পাঠান হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়