২৮ জুলাই অলিম্পিকের সফর শুরু সাইনার

২৮ জুলাই সুইত্‍‍জারল্যান্ডের সাব্রিনা জ্যাকেটের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অলিম্পিকের যাত্রা শুরু করবেন সাইনা নেহওয়াল। মহিলাদের সিঙ্গলস বিভাগের গ্রুপ ই-তে রয়েছেন পঞ্চম বাছাই সাইনাকে নিয়ে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। ছোটবেলায় ক্যারাটে শিখতেই প্রথমে ভর্তি হয়েছিলেন প্রশিক্ষণ শিবিরে। কিন্তু সেটা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না, তা বুঝতে পারার পরই বাবা-মায়ে উত্‍সাহে সাইনা নেওয়াল যোগ দেয় ব্যাডমিন্টনের সামার ক্যাম্পে।

Updated By: Jul 25, 2012, 11:31 PM IST

২৮ জুলাই সুইত্‍‍জারল্যান্ডের সাব্রিনা জ্যাকেটের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অলিম্পিকের যাত্রা শুরু করবেন সাইনা নেহওয়াল। মহিলাদের সিঙ্গলস
বিভাগের গ্রুপ ই-তে রয়েছেন পঞ্চম বাছাই সাইনাকে নিয়ে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত। ছোটবেলায় ক্যারাটে শিখতেই প্রথমে ভর্তি হয়েছিলেন
প্রশিক্ষণ শিবিরে। কিন্তু সেটা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না, তা বুঝতে পারার পরই বাবা-মায়ে উত্‍সাহে সাইনা নেওয়াল যোগ দেয় ব্যাডমিন্টনের সামার
ক্যাম্পে।
 
সচিন বা রজার ফেডেরারের মতো খেলার দুনিয়ার এক তারকা হতে চাইতো ছোট্ট সাইনা। আর তা হতে বরবরই সাইনা উত্সাহ পেয়ে এসেছেন তাঁর
বাবা মায়ের কাছে। তবে মেয়ের সাফল্য দেখতে মুখিয়ে থাকা মায়ের কাছে খারাপ খেলার শাস্তিও জুটেছে অনেকবার। প্রশিক্ষণ শিবির শুধুমাত্র মহিলা
প্রতিপক্ষই নয়,হার মেনেছেন পুরুষ খেলোয়াড়রাও। অসম লড়াইয়ে জিতে আত্মবিশ্বাসে পুষ্ট সাইনা অলিম্পিকের আগে জিতেছেন সুইস গ্রাঁপি,
ইন্দোনেশিয়ান ওপেনের মত টুর্নামেন্ট। যা অলিম্পিকে সাইনাকে ঘিরে পদক জয়ের আশার গ্রাফটি যেন বেড়েই চলছে ভারতীয়দের। সেই চমককে
সঙ্গী করেই দেশকে সোনাজয়ের স্বপ্ন দেখাচ্ছে সাইনা।

.