সাত বছরের মেয়ে তুলে নিল ৮০ কেজি ওজন! কে এই 'ছোট বাহুবলী'?

বছর দুয়েক ট্রেনিং-এর পরই সে এমন কামাল করে দেখাল।

Updated By: Dec 11, 2020, 01:19 PM IST
সাত বছরের মেয়ে তুলে নিল ৮০ কেজি ওজন! কে এই 'ছোট বাহুবলী'?

নিজস্ব প্রতিবেদন- সাত বছরের মেয়ে। কী এমন করতে পারে! এখন তো তার খেলার বয়স। কিন্তু এত কম বয়সেই এই মেয়ে যেন পেশাদার হয়ে উঠেছে। সাত বছরের মেয়ে ৮০ কেজি ওজন তুলে নিয়েছে। রোরি বেন উলফ। কানাডার এই মেয়ে এখন সোশ্যাল মিডিয়া সেনসেসন। তাঁর এমন কীর্তি দেখে লোকজন অবাক হচ্ছেন। মাত্র পাঁচ বছর বয়স থেকে রোরি ভারেত্তলোন শুরু করেছিল। তার বয়সী বাচ্চারা যখন খেলে দিন কাটায়, তখন সে রীতিমতো নিজেকে শক্তিশালী করার কসরত শুরু করে দিয়েছে। বছর দুয়েক ট্রেনিং-এর পরই রোরি এমন কামাল করে দেখাল।

কানাডার ওটাবার মেয়ে রোরি। মাত্র দুবছর ট্রেনিং করেই রোরি অলিম্পিকের উইমেন্স বার-এর স্নেচ-এ ৩২ কেজি, ক্লিন অ্যান্ড জার্ক-এ ৪২ কেজি, সোয়াটিং-এ ৬১ কেজি ও ডেডলিফ্ট-এ ৮০ কেজি ওজন তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। বলাবাহুল্যষ রোরি এখন বিশ্বের সব থেকে শক্তিশালী বাচ্চা মেয়ে। অনন্য রেকর্ড সে নিজের নামে করে নিয়েছে। রোরি জানিয়েছে, নিজেকে ফিট দেখতে তার ভাল লাগে। সেইসঙ্গে সারা শরীরে ট্যাটু করানোর ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছে সে। তাঁর ভারোত্তলোনের ভিডিয়োর নিচে একজন ইউজার লিখেছিলেন, ''তোমার বাঁ হাতের ট্যাটু-টা দারুন।'' তখন রোরি বলেছে, ওটা অস্থায়ী। তবে আমি সারা শরীরে ট্যাটু করাব একদিন। ট্যাটু দেখাতে আমার খুব ভাল লাগে।''

আরও পড়ুন-  অস্ট্রেলিয়ায় বিরাটের অভাবে শূন্যতা তৈরি হবে: সচিন

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rory van Ulft (@roryvanulft)

রোরি বলেছে, ''খাওয়া-দাওয়া আর ট্রেনিং-এই তার ফোকাস ছিল। সেইসঙ্গে নিজেকে শক্তিশালী করে তোলার ইচ্ছাও ছিল। ওজন তুলতে আমার ভাল লাগে। আত্মবিশ্বাসী মনে হয়। নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে পারলে অনেক রেকর্ড করা যায়।''

.