অস্ট্রেলিয়ায় বিরাটের অভাবে শূন্যতা তৈরি হবে: সচিন

অস্ট্রেলিয়া থেকে একটা টেস্ট খেলে বিরাট কোহলির দেশে ফিরে আসা নিয়ে নিজের মতামত দিলেন সচিন তেন্ডুলকর।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 10, 2020, 11:33 PM IST
অস্ট্রেলিয়ায় বিরাটের অভাবে শূন্যতা তৈরি হবে: সচিন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ডনের দেশে বছর শেষে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ ঘিরে উন্মাদনা তুঙ্গে। আর এই সিরিজের বড় আকর্ষণ বিরাট কোহলি বনাম স্টিভ স্মিথ দ্বৈরথ। কিন্তু অ্যাডিলেডে দিন-রাতের গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট কোহলি। কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে ইতিমধ্যেই অনেকে সমালোচনা করলেও বহু মানুষই ক্যাপ্টেন কোহলির পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন- অবসর নিয়েই নতুন দায়িত্বে মুম্বই ইন্ডিয়ানসে যোগ দিলেন পার্থিব প্যাটেল

অস্ট্রেলিয়া থেকে একটা টেস্ট খেলে বিরাট কোহলির দেশে ফিরে আসা নিয়ে নিজের মতামত দিলেন সচিন তেন্ডুলকর। বিরাট প্রসঙ্গে তাঁর বক্তব্য, "যখন বিরাট কোহলির মতো কোন অভিজ্ঞ ক্রিকেটারকে হারাবেন তখন অবশ্যই যে একটা শূন্যতা তৈরি হবে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই।"

সেইসঙ্গে বিরাটের না থাকাটা তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে দেখার পরামর্শ দিচ্ছেন মাস্টার ব্লাস্টার। তিনি বলেন, "বিরাট ব্যক্তিগত কারণে ফিরছে। ওর জায়গায় কোনও ইয়ংস্টার সুযোগ পাবে। এটা কিন্তু সেই তরুণ ক্রিকেটারের জন্য একটা বড় সুযোগ।"

আরও পড়ুন- কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে বড় কথা বললেন স্মিথ

.