Roger Federer: টেনিস কিংবদন্তি রাজা রজারের টেবিল টেনিসের হাতটা দেখুন একবার!
টেনিসের রাজা শুধু টেনিসটাই অসাধারণ খেলেন না!
নিজস্ব প্রতিবেদন: রজার ফেডেরার (Roger Federer) নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। নোভাক জকোভিচ (Novak Djokovic) ও রাফায়েল নাদালের (Rafael Nadal) সঙ্গেই তিনিও ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। তাঁর টেনিস চোখের আরাম। এক হাতে তাঁর ব্যাকহ্যান্ড বিশ্ববন্দিত।
টেনিসের রাজা রজার শুধুই টেনিসটাই অসাধারণ খেলেন না! তাঁর টেবিল টেনিসেও হাতটা দেখার মতো। ৪০ বছরের সুইস সম্রাট ইনস্টাগ্রাম ভিডিয়োতে দেখালেন তাঁর টিটি দক্ষতা। গত জুলাইয়ে অনামী হাবার্ট হুরকাজের (Hubert Hurkacz) কাছে স্ট্রেইট সেটে হেরেই উইম্বলডন (Wimbledon 2021) থেকে বিদায় নেন ফেডেরার। সম্ভবত কেরিয়ারে শেষবারের মতো উইম্বলডনও খেলে ফেলেন তিনি।২০০২ সালে মারিও আনচিচের কাছে স্ট্রেট সেটে প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পর এই প্রথম ফেডেরার স্ট্রেইট সেটে হারলেন। টোকিও অলিম্পিক্সে খেলার কথা থাকলেও হাঁটুর চোটের জন্য শেষ মুহূর্তে তিনি নাম প্রত্যাহার করে নেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)