WATCH | Shreyas Iyer: শ্রেয়সের নামের আগে জুড়ে গেল 'সুপারম্যান' তকমা! দেখুন কী করলেন তিনি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রেয়স আইয়ারের ( Shreyas Iyer) ফিল্ডিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর চর্চা। উইন্ডিজ ইনিংসের পঞ্চম ওভারে আর অশ্বিনের (Ravichandran Ashwin) বল স্টেপ আউট করে তুলে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। অবধারিত ছক্কা বাঁচিয়ে দেন শ্রেয়স। ডিপ মিড-উইকেট বাউন্ডারি লাইনে আইয়ারের অ্যাক্রোব্যাটিক ফিল্ডিং দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। আইয়ার বলটি লুফে নিয়ে শূন্যে ছুঁড়ে দেন সঙ্গে সঙ্গে, কারণ তিনি প্রায় বাউন্ডারি লাইনের মধ্যে ঢুকে পড়েছিলেন। বল বাঁচিয়ে আবার নিজের জায়গায় ফিরে আসেন। শ্রেয়সের জন্যই ছয়ের বদলে মাত্র দু'রান পায় ওয়েস্ট ইন্ডিজ। শ্রেয়স বাঁচিয়ে দেন চার রান।

আরও পড়ুন: CWG 2022 | Sanket Sargar: ভারোত্তোলনে দেশকে রুপো এনে দিলেন সঙ্কেত সরগর, কমনওয়েলথে চলে এল প্রথম পদক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই দারুণ জয় পেয়েছে টিম ইন্ডিয়া। গত শুক্রবার প্রথম টি-২০ ম্যাচে উইন্ডিজকে ৬৮ রানে হারিয়ে ভারত সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ভারত টস জিতে প্রথমে ব্যাট করে। রোহিত ও সূর্যকুমার যাদব ওপেন করতে নেমেছিলেন। ৪.৪ ওভারে ৪৪ রান তোলেন তাঁরা। ১৬ বলে ২৪ করে আউট হয়ে যান সূর্যকুমার। এরপর শ্রেয়স আইয়ার (০), ঋষভ পন্থ (১৪), হার্দিক পাণ্ডিয়া (১) ও রবীন্দ্র জাদেজা (১৬) চূড়ান্ত ব্যর্থ হন। সাতে নেমে দীনেশ কার্তিক আগুনে ব্যাটিং করেন। ১৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন তিনি। আর অশ্বিন ১০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। রোহিত-দীনেশের ব্যাটে ভর করে ভারত ৬ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে। অর্শদীপ সিং, রবি বিষ্ণোই ও আর অশ্বিনদের দাপটে উইন্ডিজ ১২২ রানে গুটিয়ে যায়। নিকোলাস পুরানদের দলে কোনও ব্যাটারই বলার মতো স্কোর করতে পারেননি। 

ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের সূচি ও ভেন্যু:

প্রথম টি-২০, ২৯ জুলাই  (শুক্রবার):    ব্রায়ান লারা স্টেডিয়াম, তারৌবা, ত্রিনিদাদ
দ্বিতীয় টি-২০,  ১ অগাস্ট (সোমবার):  ওয়ার্নার পার্ক, বাসেতেরে, সেন্ট কিটস
তৃতীয় টি-২০,  ২ অগাস্ট (মঙ্গলবার):  ওয়ার্নার পার্ক, বাসেতেরে, সেন্ট কিটস
চতুর্থ টি-২০,    ৬ অগাস্ট (শনিবার):    সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লওডারহিল, ফ্লোরিডা
পঞ্চম টি-২০,   ৭ অগাস্ট (রবিবার):     সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লওডারহিল, ফ্লোরিডা

আরও পড়ুনRohit Sharma: এক জোড়া বিশ্বরেকর্ড রোহিতের! কী কী করলেন 'হিটম্যান' ?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

English Title: 
Watch: Shreyas Iyer's Acrobatic Save Denies Nicholas Pooran A Sure Shot Six
News Source: 
Home Title: 

শ্রেয়সের নামের আগে জুড়ে গেল 'সুপারম্যান' তকমা! দেখুন কী করলেন তিনি

WATCH | Shreyas Iyer: শ্রেয়সের নামের আগে জুড়ে গেল 'সুপারম্যান' তকমা! দেখুন কী করলেন তিনি
Caption: 
অসাধারণ ফিল্ডিং শ্রেয়সের!
Yes
Is Blog?: 
No
Section: