`ছোট লারা`র ব্যাটে ওয়ানডে ক্রিকেট দেখল অবিশ্বাস্য ইনিংস
ভারতের বিদায়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফিকে হয়ে গেল না। ছোটদের বিশ্বকাপে রবিবার ওয়ানডে ক্রিকেটকে এক অবিস্মরণীয় ইনিংস উপহার দিল ক্যারিবিয়ান তরুণ। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১৪৩ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে নজির গড়লেন লারার দেশের বাঁহাতি নিকোলাস পোরান (Nicolas Pooran)। ১৮ বছরের উইকেটকিপার- ব্যাটসম্যান নিকোলাস একাই দলের মোট রানের ৬৮.৭৫ শতাংশ রান করলেন।
ওয়েস্ট ইন্ডিজ- ২০৮ ( নিকোলাস ১৪৩)। অস্ট্রেলিয়া- ২০৯/৫ (৪৬.৪ ওভারে)।
ভারতের বিদায়ের পরেও অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফিকে হয়ে গেল না। ছোটদের বিশ্বকাপে রবিবার ওয়ানডে ক্রিকেটকে এক অবিস্মরণীয় ইনিংস উপহার দিল ক্যারিবিয়ান তরুণ। দিনের শেষে দল হারায় অবশ্য তাকে ট্রাজিক হিরো হিসাবেই থেকে যেতে হল।
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১৪৩ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে নজির গড়লেন লারার দেশের বাঁহাতি নিকোলাস পোরান (Nicolas Pooran)। দলের ২০৮ রানের মধ্যে নিকোলাস একাই ১৪৩। ১৮ বছরের উইকেটকিপার- ব্যাটসম্যান নিকোলাস একাই দলের মোট রানের ৬৮.৭৫ শতাংশ রান করলেন।
একটুর জন্য রক্ষা পেল ভিভিয়ান রিচার্ডসের রেকর্ড। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে রিচার্ডস করছিলেন অপরাজিত ১৮৯ রান। সেই ম্যাচে রিচার্ডেসর ওয়েস্ট ইন্ডিজ করে ২৭২ রান। অর্থাত্ ক্যারিবিয়ান ইনিংসের ৬৯.৪৮ শতাংশ রান করেছিলেন রিচার্ডস। ওয়ানডে ক্রিকেটে এটাই একটা ইনিংসে ব্যাটসম্যানের সবচেয়ে বেশি অবদানের স্কোর। সেই হিসাবে দ্বিতীয় স্থানে থাকল নিকোলাসের ইনিংস। বড়-ছোট সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ধরলে কপিল দেবের ১৭৫ রানের ইনিংসটা তিন নম্বরে চলে গেল।
দুবাইয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে ২০৮ রান। যার মধ্যে নিকোলাসের অবদান ১৪৩ রান। ৭০ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটে পড়ে যায়। সেখান থেকে টেলেন্ডারদের আড়াল করে ১৬০ বলে নিকোলাসের এই অবিশ্বাস্য ইনিংস ক্রিকেট বিশ্বকে চমকে দিল। লারার দেশের নতুন প্রতিভা মারলেন ১৪টা বাউন্ডারি, ৬ টা ওভার বাউন্ডারি। এটাই আবার তার প্রথম সেঞ্চুরি।
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ছোটরা সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়ার ছোটরা অনুর্ধ্ব বিশ্বকাপের শেষ চারে উঠে গেল।
এমন ইনিংসের পর নিকোলাসের জাতীয় দলের দরজা খুলল বলে।