Yashasvi Jaiswal: অনন্য রঞ্জি রেকর্ড! সচিন-রোহিতরা পেরেছিলেন, এবার করে দেখালেন যশস্বী

মুম্বইয়ের নবম ব্যাটার হিসাবে ব্যাক-টু-ব্যাক ইনিংসে সেঞ্চুরির রেকর্ড করলেন যশস্বী। প্রথম ইনিংসে তিনি ২২৭ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে যশস্বীর ব্যাট থেকে আসে ৩৭২ বলে ১৮১ রান। 

Updated By: Jun 17, 2022, 05:59 PM IST
Yashasvi Jaiswal: অনন্য রঞ্জি রেকর্ড! সচিন-রোহিতরা পেরেছিলেন, এবার করে দেখালেন যশস্বী
যশস্বীর অনন্য রেকর্ড

নিজস্ব প্রতিবেদন: দুরন্ত ফর্মে আছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বছর কুড়ির মুম্বইয়ের ব্যাটার রঞ্জি ট্রফির সেমিফাইনালে ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন। মুম্বইয়ের নবম ব্যাটার হিসাবে ব্যাক-টু-ব্যাক ইনিংসে সেঞ্চুরির রেকর্ড করলেন যশস্বী। প্রথম ইনিংসে তিনি ২২৭ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে যশস্বীর ব্যাট থেকে আসে ৩৭২ বলে ১৮১ রান। যশস্বী নাম লেখালেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিনোদ কাম্বলি, অজিঙ্কা রাহানে ও ওয়াসিম জাফরদের ক্লাবে।

২০১৯ সালে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খন্ডের বিরুদ্ধে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির মালিক হয়েছিলেন তিনি। এরপরেই লাইমলাইটে চলে আসেন যশস্বী। সে বছরই অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে যশস্বী ৪০০ রান করেন। সিরিজের সর্বোচ্চ রান শিকারি হয়ে পেয়েছিলেন ম্যান অফ দ্য সিরিজও। এই পারফরম্য়ান্সের সুবাদেই যশস্বীর আইপিএলে দরজা খুলে যায়। ২.৪ কোটি টাকায় যশস্বীকে নেয় রাজস্থান রয়্যালস। বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমিতে চালকের আসনে রয়েছে মুম্বই। প্রথম ইনিংসে মুম্বইয়ের ৩৯৩ রানের জবাবে উত্তরপ্রদেশ ১৮০ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে মুম্বই ৪ উইকেট হারিয়ে ৪৪৯ রান তুলেছে। ৬৬২ রানের লিড মুম্বইয়ের। বলার অপেক্ষা রাখে না যে, এই লিডের সুবাদেই ফাইনালে চলে যাবে মুম্বই।

আরও পড়ুন: Ishan Kishan: রাজকোটে ঈশানের অপেক্ষায় এই রেকর্ড! প্রয়োজন আর ৪৭ রান

আরও পড়ুন: Messi vs Ronaldo:'যারা বলে মেসির থেকে রোনাল্ডো ভাল, তারা ফুটবলের কিছুই বোঝে না'!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
 

.