ভূত তাড়াতে দীর্ঘক্ষণ ওঝার ঝাড়ফুঁক, কুসংস্কারের বলি ২ শিশু

দীর্ঘক্ষণ চলে ঝাড়ফুঁক। তাতেও অসুস্থতা না কমলে এরপর মালদা মেডিক্যালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করা হয়। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

Updated By: Feb 15, 2020, 01:59 PM IST
ভূত তাড়াতে দীর্ঘক্ষণ ওঝার ঝাড়ফুঁক, কুসংস্কারের বলি ২ শিশু

নিজস্ব প্রতিবেদন: ভূতের উপদ্রবের দোহাই দিতে গিয়েই বেঘোরে প্রাণ হারাল ২ শিশু। মালদায় মধ্যযুগীয় অন্ধকার। ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা 
মাঠে খেলতে খেলতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে চার শিশু। তাঁদের ভূতে ধরেছে, এই ভেবে হাসপাতালে না নিয়ে গিয়ে 'ভূত তাড়ানোর নামে' সোজা ওঝার  দ্বারস্থ হয় পরিবার। দীর্ঘক্ষণ চলে ঝাড়ফুঁক। তাতেও অসুস্থতা না কমলে এরপর মালদা মেডিক্যালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করা হয়। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ গাড়ি কীভাবে পুলকার! প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

দীর্ঘ ঝাড়ফুঁকের পর এদিন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ফিরোজ রহমান এবং শফিকুর আলম নামে দুই শিশুর। দীর্ঘক্ষণ ঝাড়ফুঁকের জাঁতাকলে বাঁচানো যায়নি। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন বাকি দুই শিশু। সূত্রের খবর,  মালদা মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানিয়েছেন, সম্ভবত জঙ্গলে খেলার সময় হয়তো বিষাক্ত কোনও ফল খেয়ে ফেলেছিল ওই ৪ শিশু। যার কারণে শরীরে দ্রুত বিষক্রিয়া হয়। আর তা থেকেই এই ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ গাড়ি কীভাবে পুলকার! প্রশ্নের মুখে কর্তৃপক্ষ
সব মিলিয়ে ঘটনায় কার্যত হতবাক সকলেই। সমাজ সাবালক হয়েছে। চিকিৎসা বিজ্ঞানও আকাশছোঁয়া সাফল্য পেয়েছে, তবু যেন কুসংস্কারের অন্ধকার কাটছে না। আর তারই প্রমাণ মালদার এই ঘটনা। 

.