Lakshmi Puja: সব কাজ ফেলে এ সময়ে লক্ষ্মী সরা আঁকেন তাঁরা, কিন্তু তাতে লক্ষ্মীলাভ হয় কি?

Lakshmi Puja Nadia: বাঙালির বারো মাসে তেরো পার্বণ! তেমন লক্ষ্মীপুজোও একটি পার্বণ। সদ্য গেল দুর্গাপুজো। এবার মা লক্ষ্মীর আরাধনা।বাংলার পাশাপাশি দেশবাসীও এই লক্ষ্মীপূজো করে থাকেন।

সৌমিত্র সেন | Updated By: Oct 15, 2024, 01:54 PM IST
Lakshmi Puja: সব কাজ ফেলে এ সময়ে লক্ষ্মী সরা আঁকেন তাঁরা, কিন্তু তাতে লক্ষ্মীলাভ হয় কি?

বিশ্বজিৎ মিত্র: বাঙালির বারো মাসে তেরো পার্বণ! তেমন লক্ষ্মীপুজোও একটি পার্বণ। সদ্য গেল দুর্গাপুজো। এবার মা লক্ষ্মীর আরাধনা। ঘরের মেয়ে কৈলাসে ফিরে যাওয়ার পরে বাঙালির দুঃখ কাটিয়ে উঠতে না উঠতেই হাজির হয় লক্ষ্মীপুজো। মায়ের অনুপস্থিতির দুঃখ ভুলিয়ে দেন মেয়ে। লক্ষ্মীপুজো মূলত দুই ধরনের হয়ে থাকে-- কেউ করেন সরায়, কেউ করেন লক্ষ্মীমূর্তিতে। পুরাণ অনুযায়ী, লক্ষ্মী সৌন্দর্যের প্রতীক, সম্পদের প্রতীক।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Lord Hanuman Puja Vidhi: মঙ্গলবার এই কয়েকটি কাজ করলেই অসম্ভব খুশি হন হনুমানজি! জেনে নিন, তাঁর কৃপায় আশ্চর্য কী ঘটে...

লক্ষ্মীর সরার আগমন মূলত ওপার বাংলা থেকে। এদেশীয় লোকেরা মূর্তিপুজোতেই অভ্যস্ত। অন্যদিকে, ওপার বাংলার লোকেরা সরাতেই পুজো করে থাকেন। মূলত বাংলাদেশের ফরিদপুর, ঢাকা-- এই দুই জেলার লোকেদের সরায় পুজো করার প্রাচুর্য লক্ষ্য করা যায়। 

প্রকারভেদে লক্ষ্মীর সরায় বিভিন্ন রকমের ছবি আঁকা হয়। কোনওটা দুর্গা সরা, কোনওটা পুতুল সরা, আবার কোনওটা জয়া-বিজয়া। নদিয়ার তাহেরপুর আড়ংঘাটা, নবদ্বীপ, ফুলিয়া-সহ আশেপাশের অঞ্চলে এই লক্ষ্মী সরা আঁকা হয়ে থাকে।

মূলত দুর্গা পুজোর সময় থেকেই সরা আঁকার কাজে হাত লাগান শিল্পীরা। প্রথমে মাটি মেখে ছাঁচে ফেলে সরা তৈরি করা হয়। তারপর সেটিকে আগুনে পুড়িয়ে তার উপরে নানা ছবি আঁকা হয়। 

আরও পড়ুন: Uttar Pradesh: মন্ত্রীমশাই বাতলে দিলেন ক্যানসারমুক্তির উপায়, জানিয়ে দিলেন কীভাবে কমবে উচ্চ রক্তচাপও! শুধু একবার গোয়ালে...

তারপর বিক্রেতাদের হাতে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় তাঁরা নিয়ে যান তাঁদের সৃষ্টিকে। সারা বছর অন্য কাজ করলেও পুজোর এই মরসুমে সরা তৈরির কাজে হাত লাগান শিল্পীরা। লক্ষ্মীলাভের আশায় সাধারণ মানুষ যেখানে এই দেবীর পূজা করেন, সেখানে সেই লক্ষ্মী তৈরি করেও লক্ষ্মী আসে না এই পালবাড়ির ঘরে-ঘরে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.